মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫ ।। ১৬ বৈশাখ ১৪৩২ ।। ১ জিলকদ ১৪৪৬

শিরোনাম :
সুখী ও সমৃদ্ধ বাংলাদেশ দেখতে চায় বিএনপি : মির্জা ফখরুল ইসলামিক ফাউন্ডেশনের নিয়োগ বিজ্ঞপ্তি স্থগিত রাষ্ট্রের দায়িত্বে কে যাবেন সেই ফয়সালা আল্লাহ করবেন : জামায়াতে আমির শিক্ষা-প্রতিষ্ঠানে শাসন সংকট, মনোভাবের বিপর্যয় এবং সতর্কতার আহ্বান নিবরাস ইসলামিক রিসার্চ ফাউন্ডেশনে শিক্ষক নিয়োগ মানুষের আস্থা ফিরিয়ে আনতে পুলিশের প্রতি প্রধান উপদেষ্টার আহ্বান অধ্যাপক আখতার ফারুক রহ.-এর জীবন-কর্ম আলোচনা সভা অনুষ্ঠিত হেফাজতের মহাসমাবেশ সফলে সাভারে উলামা সম্মেলন অনুষ্ঠিত  কারাগারে পাঠানোর নির্দেশের পর জামিন পেলেন মাওলানা মাসউদুল করীম ইজতেমা মাঠের মামলায় মাওলানা মাসউদুল করীম কারাগারে

ইসলামি পোশাকে সাঁতার প্রতিযোগিতা বন্ধ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

বুলেটআওয়ার ইসলাম : ফ্রান্সের একটি ব্যক্তিগত সুইমিং পুলে ‘মুসলমান নারীদের ‘বুরকিনি’ (বোরখার মত সাঁতারের উপযোগী পোশাক) পরে সাঁতার প্রতিযোগিতা বন্ধ করে দেওয়া হয়েছে ।

বুলেট পাঠিয়ে হত্যার হুমকি দেয়ার কারণে প্রতিযোগিতার আয়োজকরা প্রতিযোগিতাটি বন্ধ করে দেন।

আগামী সেপ্টেম্বরের মাঝামাঝি সময়ে ওই প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল। কিন্তু শহরের মেয়র এবং সুইমিংপুলের মালিক হত্যার হুমকি পাওয়ার পর ‘পরিস্থিতি শান্ত’ করার উদ্দেশ্যে এই প্রতিযোগিতা বাতিল করেন।

সাঁতার প্রতিযোগিতার আয়োজককারী সংস্থা ‘স্মাইল ১৩’র সদস্যরা বলেন, কেউ একজন আমাদের কাছে বুলেট সহ চিঠি পাঠিয়েছেন। এবং সেখানে আমাদের হুমকি দেয়া হয়েছে।
স্থানীয় মেয়র মাইকেল অ্যামিনিস মঙ্গলবার ফ্রান্স বস্নু রেডিওকে বলেন, পরিস্থিতি শান্ত হওয়ার জন্য তিনি কাজ করছেন। পুলের ম্যানেজার কোন আবেগবশত নন বরং এই ইভেন্টের আয়োজকদের সিদ্ধান্তেই প্রতিযোগিতা বাতিলের ব্যবস্থা নেয়া হয়েছে। আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে এই ইস্যু নিয়ে ঘৃণা, বিদ্বেষ, ইসলামফোবিয়া এবং বর্ণবাদের তীব্র নিন্দা জানাই। কিন্তু পরিস্থিতি শান্ত না হওয়া পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে।
এই সংস্থাটি নারী এবং শিশুদের জন্য খেলাধুলা ও সামাজিক যোগাযোগ বিষয়ক কাজ করে থাকে। কিছুদিন আগে এটি একটি ইভেন্টের আয়োজন করে যেখানে বলা হয়, ‘ ইসলামিক পোশাকের রীতি মেনে খেলা-ধুলার আয়োজন করা হবে এবং অনুষ্ঠানে কোন পুুরুষ উপস্থিত থাকবেন না, তবে ১০ বছরের কম বাচ্চারা অনুমতি সাপেক্ষে উপস্থিত থাকতে পারবে। এধরনের সাঁতার প্রতিযোগিতার জন্য বোরখা এবং হিজাব পরার ব্যবস্থা করা হয়, যা নারীদের মাথা থেকে পা পর্যন্ত ঢেকে রাখে।

এদিকে স্মাইল ১৩’ তাদের ফেসবুকে ‘বুরকিনি’ নিয়ে বিতর্কের জন্য বিস্ময় এবং অনুতাপ প্রকাশ করে বলেন, এই অপমান, সাংবাদিকদের অনুরোধ, এবং স্মাইল ১৩ এর সদস্যদের হুমকি সবকিছু অবাস্তব মনে হচ্ছে।

সূত্র : দ্য লোকাল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ