বুধবার, ৩০ এপ্রিল ২০২৫ ।। ১৬ বৈশাখ ১৪৩২ ।। ২ জিলকদ ১৪৪৬

শিরোনাম :
দেশে ফিরছেন খালেদা জিয়া, প্রস্তুত করা হচ্ছে এয়ার অ্যাম্বুলেন্স শিক্ষার্থীদের সভা-সমাবেশ ও মিছিলে অংশগ্রহণ বন্ধের নির্দেশ নারী নীতিমালা নিয়ে জাতীয় সেমিনারে শীর্ষ আলেম-রাজনীতিকরা ‘মানবিক করিডোর’ প্রতিষ্ঠার আগে জাতীয় ঐকমত্য তৈরি করতে হবে সুখী ও সমৃদ্ধ বাংলাদেশ দেখতে চায় বিএনপি : মির্জা ফখরুল ইসলামিক ফাউন্ডেশনের নিয়োগ বিজ্ঞপ্তি স্থগিত প্রতিহিংসা-প্রতিশোধ শান্তি বয়ে আনতে পারে না: আমীরে জামায়াত শিক্ষা-প্রতিষ্ঠানে শাসন সংকট, মনোভাবের বিপর্যয় এবং সতর্কতার আহ্বান নিবরাস ইসলামিক রিসার্চ ফাউন্ডেশনে শিক্ষক নিয়োগ মানুষের আস্থা ফিরিয়ে আনতে পুলিশের প্রতি প্রধান উপদেষ্টার আহ্বান

শুকর ও মদ না বেচলে হালালশপ বন্ধের নির্দেশ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

halal-frncঢাকা: ফ্রান্সে হালাল সুপারশপগুলো নানা কারণেই জনপ্রিয়। দেশটির মুসলিমদের পাশাপাশি অন্যান্য ধর্মাবলম্বীরাও ঝুকতে শুরু করেছে হালাল সুপারশপগুলোতে। কর্তৃপক্ষ এবার খড়গহস্ত হতে শুরু করেছ এই হালাল সুপারশপগুলোর ওপর।

ফ্রান্সের রাজধানী প্যারিসে একটি হালাল সুপার মার্কেটকে শুকরের মাংস এবং মদ বেচার নির্দেশ দিয়েছে। অন্যথায় সুপারশপ বন্ধ করাও ঘোষণা দেয় কর্তৃপক্ষ। হঠাৎ করেই কর্তৃপক্ষের এ ধরনের ঘোষণায় সেখানকার মুসলিমদের মধ্যে আতঙ্ক বিরাজ করতে শুরু করেছে।

শুকরের মাংস ও মদ বিক্রি করার নির্দেশ পাওয়া সুপারশটি প্যারিসের কলম্বেস শহরে অবস্থিত। নাম দ্য গুড প্রাইস। এখানে হারাম পণ্য ছাড়া সব ধরনের পণ্যই বিক্রি করা হয়। তবে এ নির্দেশের পর  এখন হয়তো পাল্টে যাবে চিত্রটি।

কর্তৃপক্ষের দাবি, একটি সাধারণ খাদ্য বিক্রেতা হিসেবে এই দোকান চালানোর কথা থাকলেও মালিক চুক্তির শর্ত মানছেন না। তাছাড়া হালাল হারামের বাছবিচার থাকাতে তারা এলাকার বাসিন্দাদের সঠিকভাবে সেবা দিতে পারছে না।

ব্রিটিশ গণমাধ্যমে টেলিগ্রাফ জানিয়েছে, শহরের মেয়র নিকোল গুয়েতা নিজেই সেই সুপার মার্কেটে গিয়ে বলে এসেছেন, এখানে খাবারে বৈচিত্র্য আনতে হবে। মদ ও হালাল নয় এমন মাংসসহ সব ধরনের খাবার রাখতে হবে।

কর্তৃপক্ষ যুক্তি দেখাচ্ছে, এটা সহাবস্থানের জন্য অনুকূল নয়। একটা এলাকায় মুসলিম আরেকটা এলাকা অমুসলিদের জন্য এটা হতে পারে না। এটা সামাজিক নয়।

তবে মার্কেটের ম্যানেজার সুলেমান ইয়েলচিন বলছেন, এটা ব্যবসা। আমি যেখানে ব্যবসার অনুকূল দেখবো আমার টার্গেট ক্রেতা কারা সেটার ভিত্তিতেই আমি ব্যবসা করবো।

স্থানীয় কর্তৃপক্ষ অবশ্য এ যুক্তি মানতে নারাজ। তারা ওই মার্কেটের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে যাচ্ছে। যদিও চুক্তি অনুযায়ী তাদের লিজের মেয়াদ শেষ হবে ২০১৯ সালে।

এখন দেখার বিষয় আইনি লড়ইয়ে কে জিতে- জোরজবরদস্তি না বিক্রেতার স্বাধীনতা।

সূত্র: এক্সপ্রেস ট্রিবিউন

আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ