মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫ ।। ১৬ বৈশাখ ১৪৩২ ।। ১ জিলকদ ১৪৪৬


নাইজেরিয়ার বিখ্যাত চিত্রনায়িকার ইসলাম গ্রহণ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

lola-alaoআওয়ার ইসলাম: নাইজেরিয়ার চিত্র তারকাদের মধ্যে খ্রিস্টান ধর্ম ছেড়ে ইসলাম গ্রহণের হিড়িক পড়েছে। এ তালিকায় সর্বশেষ যোগ দিয়েছেন নলিউডের বিখ্যাত চিত্রনায়িকা লোলা আলাও।

লোলা আলাও তার খ্রিস্টান নাম পরিবর্তন করে মুসলিম রোদিয়াত নাম গ্রহণ করেছেন। শুক্রবার তিনি তার ফেসবুক পেজে ভক্তদের নিকট ইসলাম গ্রহণের ব্যাখ্যা দিয়েছেন।

তিনি তার ভক্তদের ইসলামি রীতিতে সালাম জানিয়ে বলেন, ‘যারা আমার ইসলাম গ্রহণের খবরে বিষ্মিত হয়েছেন তাদের বলছি আমি মূলত মুসলিম পরিবারেই জন্মগ্রহণ করেছি। আমার বাবার নাম আব্দুল আযিয। তিনি একজন ধর্মপ্রাণ মুসলিম ছিলেন’।

তিনি বলেন, ‘আমার মৃত বাবা যেহেতু ইসলাম ধর্মের অনুসারী ছিলেন, তাই আমি আমার নিজের শিখড়ে ফেরার সিদ্ধান্ত নিয়েছি। আমি আমার নামও পরিবর্তন করেছি। আমার মুসলিম নাম রোদিয়াত। সকলকে ধন্যবাদ’।

তার ভক্তরা ফেসবুকে বিভিন্ন কমেন্টে তার এ সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে।

সূত্র: পালস/শীর্ষনিউজ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ