মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫ ।। ১৬ বৈশাখ ১৪৩২ ।। ১ জিলকদ ১৪৪৬

শিরোনাম :
ইসলামিক ফাউন্ডেশনের নিয়োগ বিজ্ঞপ্তি স্থগিত রাষ্ট্রের দায়িত্বে কে যাবেন সেই ফয়সালা আল্লাহ করবেন : জামায়াতে আমির শিক্ষা-প্রতিষ্ঠানে শাসন সংকট, মনোভাবের বিপর্যয় এবং সতর্কতার আহ্বান নিবরাস ইসলামিক রিসার্চ ফাউন্ডেশনে শিক্ষক নিয়োগ মানুষের আস্থা ফিরিয়ে আনতে পুলিশের প্রতি প্রধান উপদেষ্টার আহ্বান অধ্যাপক আখতার ফারুক রহ.-এর জীবন-কর্ম আলোচনা সভা অনুষ্ঠিত হেফাজতের মহাসমাবেশ সফলে সাভারে উলামা সম্মেলন অনুষ্ঠিত  কারাগারে পাঠানোর নির্দেশের পর জামিন পেলেন মাওলানা মাসউদুল করীম ইজতেমা মাঠের মামলায় মাওলানা মাসউদুল করীম কারাগারে নারী সংস্কার কমিশনের ত্রুটি জানানো হলো ঐকমত্য কমিশনকে

জঙ্গি হামলার বিরুদ্ধে খুলনার আলেমদের নিন্দা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

Khulnaআওয়ার ইসলাম: গুলশানের হলি আর্টিজান রেস্তোরা ও শোলাাকিয়ায় ধর্ম, দেশ জাতি ও মানবতাবিরোধী হামলার প্রতিবাদে নিন্দা জ্ঞাপন করে বক্তব্য দিয়েছেন দেশের দক্ষিণ বঙ্গের শীর্ষ উলামা মাশায়েখগণ।

তারা বলেন, ধর্মের নামে সন্ত্রাসী হামলা কিছুতেই ইসলাম সমর্থন করে না। সম্প্রতি ঘটে যাওয়া গুলশানে হলি-আর্টিজানে দেশের সর্ববৃহৎ জঙ্গি হামলা যা ইসলামের দৃষ্টিতে সরাসরি জাহান্নামের পথই কেবল নয় বরং এ জাতীয় বর্বরোচিত হামলার চিত্র জাহেলী যুগেও খুঁজে পাওয়া মুশকিল। শান্তিপূর্ণ বাংলাদেশের পরিবেশ বিনষ্টে জঙ্গিদের চোখ পড়েছে দাবি করে খুলনার এই আলেমগণ বলেন, ইসলাম মানবতার কথা বলে। দেশের সর্ব বৃহৎ ঈদাগাহ ময়দান শোলাকিয়ায় হামলা করে পবিত্র ঈদের নামাজে উপস্থিতির বিষয়ে ভীতি ছড়ানোর নীলনকশা বাস্তবায়নের চেষ্টা করেছে জঙ্গিরা ।

দেশের শীর্ষ আলেম ঐতিহাসিক শোলাকিয়া ময়দানের গ্র্যান্ড ইমাম আল্লামা ফরীদ উদ্দীন মাসঊদ জঙ্গিদের টার্গেট ছিলো দাবি করে আলেমগণ বলেন, এসব তালপাতার সিপাইরা হোসাইন আহমদ মাদানীর উত্তরসূরীদের কোনো ক্ষতিই করতে পারবে না। আল্লামা মাসঊদের নিরাপত্তা বাড়ানোর আহ্বান জানিয়ে আলেমগণ বলেন, আসল নিরাপত্তা তো আল্লাহই দেবেন। তবু সরকারকে আল্লামা মাসঊদসহ শীর্ষ আলেমদের নিরাপত্তা বাড়াতে হবে।

আলেমগণ যেসব পুলিশ কর্মকর্তা ও সিপাহীগণ শাহাদাত বরণ করেছেন তাদের আত্মার মাগফেরাত ও আহত পুর্লিশসহ সবার দ্রুত সুস্থতা কামনা করেছেন।

শীর্ষ আলেমদের মধ্যে স্বাক্ষর করেছেন, খুলনার আশরাফুল উলূম খুলনার প্রিন্সিপাল মুফতি আল্লামা আবুল কাসেম, যশোর রেলস্টেশন মাদরাসার প্রিন্সিপাল মাওলানা আনোয়ারুল করিম যশোরী, খুলনা দারুল উলূমের প্রিন্সিপাল মাওলানা মুশতাক আহমদ, খুলনার জামিয়া মাদানীনগরের প্রিন্সিপাল মাওলানা ইমদাদুল্লাহ কাসেমী, খুলনা সেনহাটি মাদরাসার প্রিন্সিপাল মাওলানা আহমাদ, বাগেরহাট উলামা পরিষদের সভাপতি মাওলানা আবূ বকর সিদ্দিক, খুলনা মারকাযুল উলূমের প্রিন্সিপাল মুফতি গোলাম রহমান, খুলনা জামিআ রশিদিয়ার প্রিন্সিপাল মুফতি আবদুল আউয়াল, দারুল উলূম খুলনার মুহাদ্দিস মাওলানা নাসিরুদ্দীন কাসেমী, ইসলামী আন্দোলন খুলনার সেক্রেটারী মুফতি আমানুল্লাহ, সাতক্ষীরা উলামা পরিষদের সভাপতি মাওলানা মনিরুজ্জামান, খুলনার নৈশ মাদরাসার প্রিন্সিপাল মুফতি গোলামুর রহমান, খুলনা দারুল উলূমের সিনিয়র মুহাদ্দিস মাওলানা মুজাফ্ফর, মাওলানা শাহ নুরুল আমীন প্রমুখ।

আওয়ার ইসলাম টোয়েন্টিফোর ডটকম /আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ