মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫ ।। ১৬ বৈশাখ ১৪৩২ ।। ১ জিলকদ ১৪৪৬

শিরোনাম :
ইসলামিক ফাউন্ডেশনের নিয়োগ বিজ্ঞপ্তি স্থগিত রাষ্ট্রের দায়িত্বে কে যাবেন সেই ফয়সালা আল্লাহ করবেন : জামায়াতে আমির শিক্ষা-প্রতিষ্ঠানে শাসন সংকট, মনোভাবের বিপর্যয় এবং সতর্কতার আহ্বান নিবরাস ইসলামিক রিসার্চ ফাউন্ডেশনে শিক্ষক নিয়োগ মানুষের আস্থা ফিরিয়ে আনতে পুলিশের প্রতি প্রধান উপদেষ্টার আহ্বান অধ্যাপক আখতার ফারুক রহ.-এর জীবন-কর্ম আলোচনা সভা অনুষ্ঠিত হেফাজতের মহাসমাবেশ সফলে সাভারে উলামা সম্মেলন অনুষ্ঠিত  কারাগারে পাঠানোর নির্দেশের পর জামিন পেলেন মাওলানা মাসউদুল করীম ইজতেমা মাঠের মামলায় মাওলানা মাসউদুল করীম কারাগারে নারী সংস্কার কমিশনের ত্রুটি জানানো হলো ঐকমত্য কমিশনকে

‘আইএস ইসলামের নামে মুসলিমদের রক্ত ঝরাচ্ছে’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

Grand-Mufti_3এম রবিউল্লাহ: সৌদি আরবে যমজ সন্তানের হাতে এক মা নিহত ঘটনায় প্রমাণ হয়েছে আইএস তাদের নৈতিকতা ধ্বংস করে দিয়েছে। এ মন্তব্য করেছেন সৌদি আরবের গ্র্যান্ড মুফতি আব্দুল আজিজ আল আশায়েক। তিনি বলেন, দুই ভাই তাদের অস্বাভাবিক চিন্তা থেকে তাদের মাকে হত্যা করেছে।

শুক্রবার রিয়াদের আল হামারায় দুই যমজ আইএস সদস্য তাদের জন্মধারিনী মাকে নির্মমভাবে হত্যা করে। আর বাবা ও ছোট ভাইকে আহত করেছে।

আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করানো হয়। আল খার্জের নিরাপত্তা কর্মকর্তারা দুই যমজ ভাইকে গ্রেফতার করে। পরে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা রিয়াদের উর্ধ্বতন কর্মকর্তাদের কাছে হস্তান্তর করে।

গ্রান্ড মুফতি আব্দুল আজিজ বলেন, ইসলামের ইতিহাসে এর আগে এই ধরনের নারকীয় ও নির্মম ঘটনা ঘটেনি। সন্ত্রাসী কর্মকান্ড, বিপথগামী চিন্তা ও অবজ্ঞার মতো বিষয়গুলোকে জয় করতে হবে মুসলানদের। আইএস ইসলামের নামে মুসলিমদের রক্ত ঝরাচ্ছে।

গ্র্যান্ড মুফতি আরো বলেন, ইসলামের ইতিহাসের শুরুর দিকের মুসলিমদের আত্মীয়রাও অমুসলিম ছিলেন। অমুসলিম হওয়া সত্ত্বেও তাদের হত্যা করা হয়নি। যেমন, মহা নবীর চাচা আবু তালিব অমুসলিম ছিলেন। তাকে হত্যা তো করা হয়নি বরং তাকে শান্তির স্থানে রাখা হয়েছিল। বর্তমানে আইএসের সদস্যরা তাদের নিজের আত্মীয়কে হত্যা করছে। কারণ তাদের ধর্ম ঠিক নেই। তার জন্যই তারা তাদের আত্মীয়কে হত্যা করতে দ্বিধাবোধ করে না।
দুই বিপথগামী ভাই সম্পর্কে গ্রান্ড মুফতি ব্যাখ্যা করে বলেন, দুই যমজ ভাই পথভ্রষ্ট হয়েছে। এখানে তাদের জন্য ইসলামের কিছুই করার নেই। আইএস বিশ্বব্যাপী দুর্নীতির বিস্তার করছে, নিরীহদের হত্যা করছে। এছাড়া তারা কোমলমতি তরুণদের মন নিয়ে গেমস খেলছে। তাদের ব্রেন ওয়াশ করে আইএস তাদের পথভ্রষ্ট করছে বলেও অভিযোগ করেছেন গ্রান্ড মুফতি আব্দুল আজিজ। সূত্র: আরব নিউজ

আওয়ার ইসলাম টোয়েন্টিফোর ডটকম/ওএস


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ