শনিবার, ২৪ মে ২০২৫ ।। ১০ জ্যৈষ্ঠ ১৪৩২ ।। ২৬ জিলকদ ১৪৪৬

শিরোনাম :
‘একটি মশা আনো’- শব্দের পেছনে গা শিউরে ওঠার মতো বর্বরতা দায়িত্ব পালন অসম্ভব করে তুললে জনগণকে সঙ্গে নিয়ে সিদ্ধান্ত নেবে সরকার আগামীকাল ড. ইউনূসের সঙ্গে সর্বদলীয় বৈঠক মায়ের চোখের সামনে ট্রাক চাপায় শিশুর মৃত্যু ঝিনাইদহে বিদ্যুৎস্পৃষ্টে কৃষকের মৃত্যু পরিস্থিতি মোকাবেলায় রাজনৈতিক দলগুলোকে শিশির মনিরের ১০ পরামর্শ ঝিনাইদহে ছাত্রশিবিরের কুরআন পাঠ প্রতিযোগিতা নোয়াখালীতে আন-নূর হিফজুল কুরআন প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত পদত্যাগ নয়, সংস্কার শেষে নির্বাচনী রোডম্যাপ চায় জনগণ: জমিয়ত ‘লাখাইয়ের উন্নয়নে প্রতিবন্ধকতা ও উত্তরণের পথ’ শীর্ষক গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত

পুলিশকে কুপিয়ে জখম

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

injuredআওয়ার ইসলাম ডেস্ক : বরিশালের মুলাদী উপজেলার সফিপুর অস্থায়ী পুলিশ ক্যাম্পের শহিদুল ইসলাম নামে এক সহকারী উপ পরিদর্শককে (এএসআই) কুপিয়ে জখম করেছে মাদকাসক্ত যুবক মিরাজুল ইসলাম (২৬)।

সোমবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, সন্ধ্যায় উপজেলার বড় লক্ষ্মীপুর গ্রামে মাদকাসক্ত মিরাজুল তার মাকে বটি দিয়ে হত্যার চেষ্টা করে। এসময় তার বাবা শাহ আলম পুলিশে খবর দেন। পরে এএসআই শহিদুল ইসলামসহ কয়েকজন পুলিশের সদস্য মিরাজকে আটকানোর চেষ্টা করলে তার হাতে থাকা বটি দিয়ে শহিদুল ইসলামকে কুপিয়ে জখম করেন।

পুলিশ জানায়, আহত অবস্থায় এএসআই শহিদুল ইসলামকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য-কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। মিরাজুল ঢাকায় থাকে এবং মাদকাসক্ত। টাকার জন্য তার মাকে সে হত্যার চেষ্টা করছিলো। তাকে আটক করে থানায় নিয়ে আসা হয়েছে।

মুলাদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিউর রহমান জানান, এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ