শনিবার, ২৪ মে ২০২৫ ।। ১০ জ্যৈষ্ঠ ১৪৩২ ।। ২৬ জিলকদ ১৪৪৬

শিরোনাম :
ইসরায়েলি সেনাবাহিনী মজা করে বেসামরিক মানুষ হত্যা করছে ছাত্র জমিয়ত বাংলাদেশে কেন্দ্রীয় সদস্য সম্মেলন ও কাউন্সিল অনুষ্ঠিত  মজলিসে আমেলার বৈঠকে জমিয়তে উলামায়ে ইসলাম ‘ড. ইউনূসকে পদত্যাগ করালে বিপ্লবী সরকার গঠন করবে ছাত্র-জনতা’ আলাপ-আলোচনার মাধ্যমে অর্থবহ সমাধান আসবে: জামায়াত আমির নোয়াখালীতে আন-নুর হিফজুল কুরআন প্রতিযোগিতা লন্ডনে শেখ হাসিনা সংশ্লিষ্টদের ৯০ মিলিয়ন পাউন্ডের সম্পত্তি জব্দ প্রধান উপদেষ্টার যেসব চাপে থাকার কথা জানালো নিউইয়র্ক টাইমস হজে গিয়ে অসুস্থ ১১১ বাংলাদেশি, হাসপাতালে ৩০ ইসলাম গ্রহণের পর জবি শিক্ষার্থীর হৃদয়ছোঁয়া আহ্বান – "একবার কুরআন পড়ুন"

তানজানিয়ায় ‘বাইসাইকেল’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

my-bgরাফিদা রাহা : চাকমা ভাষায় নির্মিত প্রথম বাংলাদেশি চলচ্চিত্র ‘মাই বাইসাইকেল’ তানজিনিয়ার  জানজিবার ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে দেখানো হবে। জানজিবারের স্টোন টাউনে আগামী ৯ থেকে ১৭ জুলাই এই চলচ্চিত্র অনুষ্ঠিত হবে। উৎসবের ‘ফিচার ফিকশন’ বিভাগে প্রদর্শনের ছবিটি মনোনীত হয়েছে।

নির্মাতা অং রাখাইনের এই চলচ্চিত্রটি দেশে বাণিজ্যিকভাবে এখনও মুক্তি পায়নি। ২০১৪ সালে ঢাকায় অনুষ্ঠিত ১৩তম বাংলাদেশ আন্তর্জাতিক স্বল্পদৈর্ঘ্য ও উন্মুক্ত চলচ্চিত্র উৎসবে এটি প্রথম প্রদর্শিত হয়। পরে দেখেছেন চট্টগ্রামের দর্শক।

গত বছর নভেম্বরে ‘মাই বাইসাইকেল’ প্রদর্শিত হয় ইউরোপের দেশ এস্তোনিয়ার তাল্লিন ব্ল্যাক নাইট ফিল্ম ফেস্টিভ্যালে। ডিসেম্বরে রাশিয়ার সিলভার আকবুজাত অ্যাথনিক ওয়ার্ল্ড ফিল্ম ফেস্টিভ্যালে এটি সেরা চিত্রনাট্যের পুরস্কার জেতে। চলতি বছরের জানুয়ারিতে সুইডেনের সবচেয়ে বড় চলচ্চিত্র উৎসব গ্যেটেবর্গ ফিল্ম ফেস্টিভ্যালেও প্রশংসিত হয়। এছাড়া ফিনল্যান্ডের স্কাবমাগোভ্যাট ইন্ডিজেনাস ফিল্ম ফেস্টিভ্যালসহ আরও কয়েকটি উৎসবে প্রদর্শিত হয় ‘মাই বাইসাইক্যাল’।

কামাল নামের একজনকে ঘিরেই এই ছবির কাহিনি। সে শহরে টিকতে না পেরে বাড়িতে ফিরে আসে একটি বাইসাইকেল নিয়ে। এ সাইকেল দিয়ে একসময় এলাকায় মানুষসহ মালামাল পরিবহন করতে শুরু করেন। আর তাতে তার সংসারের খরচ, ছেলের পড়ার খরচ চলতে থাকে। কিন্তু তার এই সুখ অন্যদের সহ্য হয় না। তিনি ষড়যন্ত্রের শিকার হন।

‘মাই বাইসাইকেল’ -এর বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন কামাল মনি চাকমা, ইন্দ্রিরা চাকমা, ইউ চিং হলা রাখাইন, বিনাই কান্তি চাকমা, আনন্দ চাকমা, সুভাষ চাকমা, জোরাদান চাকমা। চাকমা ভাষায় এই সিনেমাটির নাম ‘মর থেংগারি’, যার বাংলা অর্থ ‘আমার বাইসাইকেল’।

নাসিফুল ওয়ালিদের চিত্রনাট্যে ‘মাই বাইসাইকেল’ ছবিটির চিত্রগ্রহণ করেছেন সৈয়দ কাসেফ শাহবাজী। এই ছবির সংগীত করেছেন অর্জুন। খনা টকিজের ছবিটি প্রযোজনা করেছেন মা নান খিং।

বাংলাদেশ সময় : ১১.৫১, মে ২১ ২০১৬

আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ