বুধবার, ৩০ অক্টোবর ২০২৪ ।। ১৪ কার্তিক ১৪৩১ ।। ২৭ রবিউস সানি ১৪৪৬

শিরোনাম :
ভোলায় জরায়ুমুখ ক্যান্সারের টিকা নেওয়ার পর অসুস্থ ৬০ শিক্ষার্থী, হাসপাতালে ভর্তি ৫ বানিয়াচংয়ে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ সাঘাটার খাদ্য কর্মকর্তা চাকরিচ্যুত, ৫২ লাখ টাকা জরিমানা বার্মিংহামে বাংলাদেশ খেলাফত মজলিসের দাওয়াতি মাহফিল অনুষ্ঠিত বিচারপতি জুবায়ের রহমানকে প্রধান করে ইসি পুনর্গঠনে সার্চ কমিটি নোয়াখালীতে ৩ লক্ষ টাকার বিদেশি মদসহ মাদক কারবারি গ্রেপ্তার শিবচরে প্রতিপক্ষের ছুরিকাঘাতে দুজন গুরুতর জখম, ঢাকা মেডিকেলে প্রেরণ নওগাঁ রাণীনগরে যুবদলের ফ্রি মেডিকেল ক্যাম্প যশোরে মুফতি মুহাম্মদ ওয়াক্কাস রহ. ফাউন্ডেশনের ক্রয়মূল্যে কাঁচাবাজার খাগড়াছড়ি কাটিংটিলা জামে মসজিদের খতিব মাওলানা কারী সাইদুর রহমান আর নেই

হিজাব নিয়ে কটুক্তি, শিক্ষা কর্মকর্তার গ্রেফতার দাবিতে স্মারকলিপি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
হিজাব পরায় স্কুল শিক্ষিকাকে হেনস্তা ও ইসলামের ফরজ বিধানকে কটূক্তি করায় লাখাই শিক্ষা কর্মকর্তা মাহমুদুল হক

হিজাব পরায় স্কুল শিক্ষিকাকে হেনস্তা ও ইসলামের ফরজ বিধানকে কটূক্তি করায় লাখাই শিক্ষা কর্মকর্তা মাহমুদুল হকের অপসারণ ও গ্রেফতারের দাবিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা, হবিগঞ্জ জেলা শিক্ষা কর্মকর্তা ও হবিগঞ্জ জেলা প্রশাসক বরাবর আলেম-ওলামা ও সচেতন নাগরিক সমাজের পক্ষ থেকে পৃথকভাবে তিনটি স্মারকলিপি দেয়া হয়েছে।

আজ সোমবার (১৪ অক্টোবর) আলেম-ওলামা ও সচেতন নাগরিক সমাজের একটি প্রতিনিধিদল স্মারকলিপি প্রদান করেন।

স্মারকলিপিতে আগামী ১৫ অক্টোবরের মধ্যে উপজেলা শিক্ষা কর্মকর্তাকে অপসারণ ও গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে বলা হয়, ‘ইসলামের ফরজ বিধান হিজাব পরার কারণে গত ৭ অক্টোবর মৌবাড়ি ধনাই মিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা মাহবুবা আক্তারকে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মাহমুদুল হক চরমভাবে হেনস্তা করেন। একপর্যায়ে তিনি ওই শিক্ষিকাকে ধমকাধমকি ও অপমান করে হিজাব খুলতে বাধ্য করেন এবং ইসলামের গুরুত্বপূর্ণ বিধান পর্দা নিয়ে বিভিন্ন ব্যাঙ্গাত্মক কটূক্তি করা হয়’।

স্মারকলিপি গ্রহণের বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করে উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিদা সুলতানা বলেন, সচেতন নাগরিক সমাজের পক্ষ থেকে একটি স্মারমকলিপি পেয়েছি। বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে।

উল্লেখ্য, এ ঘটনার প্রতিবাদে গত ১২ অক্টোবর শনিবার সকালে কালাউক বাজার উপজেলা পরিষদের সামনে মাহমুদুল হকের চাকরিচ্যুতি ও শাস্তির দাবিতে মানববন্ধন করেছে সচেতন নাগরিক সমাজ। এতে উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক ও শিক্ষার্থীসহ সর্বস্তরের সাধারণ মানুষ অংশগ্রহণ করেন।

প্রসঙ্গত, গত ৭ অক্টোবর উপজেলার মৌ বাড়ি ধনাই মিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা মাহবুবা আক্তার ছুটি বিষয়ে শিক্ষা অফিসে গেলে কর্মকর্তা তাকে জোরপূর্বক হিজাব খুলতে বাধ্য করেন এবং ইসলাম নিয়ে ইসলাম ও হিজাব নিয়ে ব্যাঙ্গাত্মক কটুক্তি করেন। বিষয়টি সামাজিকভাবে জানাজানি হলে সাধারণ মুসলমানদের মধ্যে ব্যাপক ক্ষোভের সৃষ্টি করে।

লাখাই উপজেলার আলেম-ওলামা ও সচেতন নাগরিক সমাজ পক্ষে স্মারকলিপিতে স্বাক্ষর করেন- মাওলানা মিসবাহ উদ্দীন আহমদ (সবুজ), মাওলানা আব্দুল হাই, মাওলানা মুফতী শরীফ উদ্দীন, মাওলানা আলী আজম, জসিম উদ্দিন, মাওলানা আকরাম হুসাইন আকরাম, মাওলানা মুহিম মাহফুজ, ক্বারী নূরুল আলম।

হাআমা/


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ