|| হাসান আল মাহমুদ ||
কওমি মাদরাসা শিক্ষাবোর্ড বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ (বেফাক) জানিয়েছে, পরীক্ষার নিবন্ধনের জন্য বেফাক অফিসে আসতে হবে না, নিজ অবস্থানেই করা যাবে।
আজ বৃহস্পতিবার ১৫ আগস্ট বোর্ডটির নিজস্ব ভেরিফায়েড ফেসবুক পেজে এক বিজ্ঞপ্তি প্রকাশ করে এ কথা জানায় বেফাক।
বিজ্ঞপ্তি প্রকাশের বিষয়টি আওয়ার ইসলামকে নিশ্চিত করেছেন বোর্ডটির প্রধান পরিচালক মাওলানা উবায়দুর রহমান খান নদভী।
প্রধান পরিচালক স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ-এর অন্তর্ভুক্ত সকল মাদরাসার কর্তৃপক্ষকে জানানো যাচ্ছে যে, অনলাইন সফটওয়্যারের মাধ্যমে ৪৮তম কেন্দ্রীয় পরীক্ষা-১৪৪৬ হিজরি/২০২৫ ঈসাব্দ-এর পরীক্ষার্থী নিবন্ধন কার্যক্রম ইনশাআল্লাহ কিছু দিনের মধ্যেই শুরু হবে এবং বেফাক কর্তৃক মারকায ও মাদরাসা সংশ্লিষ্টদের প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে। তাই নিবন্ধনের জন্য বেফাক অফিসে আসার প্রয়োজন হবে না। প্রত্যেক মাদরাসা কর্তৃপক্ষ নিজেদের অবস্থানে থেকেই নিবন্ধনের কাজ সম্পন্ন করতে পারবেন।
ইনশাআল্লাহ অচিরেই নিবন্ধনের তারিখ এবং নিবন্ধন ফি-এর পরিমাণ সম্পর্কে বিজ্ঞপ্তি দেওয়া হবে এবং সফটওয়্যার নিবন্ধন বিষয়ে প্রশিক্ষণার্থীদের ঢাকায় এসে প্রশিক্ষণ গ্রহণের তারিখ ও সময় জানানো হবে।
হাআমা/