শনিবার, ০৪ মে ২০২৪ ।। ২০ বৈশাখ ১৪৩১ ।। ২৫ শাওয়াল ১৪৪৫


জামিয়া ইকরায় বুখারি পড়াবেন মাওলানা আব্দুল মতিন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ফাইল ছবি

রাজধানীর ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষাপ্রতিষ্ঠান জামিয়া ইকরা বাংলাদেশে বুখারি শরিফের নিয়মিত দরস প্রদান করবেন জামিয়াতুল উলুমিল ইসলামিয়া ঢাকার সিনিয়র মুহাদ্দিস ও গবেষক আলেম মাওলানা আব্দুল মতিন।

বিষয়টি আওয়ার ইসলামকে নিশ্চিত করেছেন জামিয়া ইকরা বাংলাদেশের রঈস মাওলানা আরীফ উদ্দীন মারুফ।

তিনি জানান, আল্লামা আব্দুল মতিন সাহেবকে সহকারী শায়খুল হাদিস হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। তিনি ইতিপূর্বেও এখানে শিক্ষকতাও করেছেন।

জানা যায়, এবছর জামিয়া ইকরায় বুখারি শরিফের কিতাবুল ঈমান থেকে কিতাবুত তাহারাত পর্যন্ত দরস প্রদান করবেন জামিয়া ইকরার শায়খুল হাদিস আল্লামা ফরীদ উদ্দীন মাসঊদ।

কিতাবুত তাহারাত থেকে কিতাবুল মাগাজি পর্যন্ত দরস প্রদান করবেন মাওলানা আব্দুল মতিন।

এছাড়া বুখারি শরিফের ২য় খন্ডের দরস প্রদান করবেন মাওলানা আরীফ উদ্দীন মারুফ।

উল্লেখ্য, জামিয়া ইকরা ১৯৯৬ সালে প্রতিষ্ঠিত হয় এবং ২০১০ সালে দাওরায়ে হাদিস চালু করা হয়। ২০২০ সালে জামিয়া ইকরায় প্রথমবারের মত ৬ দিন ব্যাপী আন্তর্জাতিক হাদিস কনফারেন্সের আয়োজন করে প্রতিষ্ঠানটি। এছাড়াও মাদরাসাটিতে জাতীয় দ্বীনি মাদরাসা শিক্ষাবোর্ড বাংলাদেশের প্রধান কার্যালয় অবস্থিত।

এনএ/


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ