কুমিল্লার নাঙ্গলকোটের রায়কোটে ‘ইসরা’ ইসলামিক সাইন্স অ্যান্ড রিসার্চ একাডেমি আল হিকমাহ’র শুভ উদ্বোধন করা হয়েছে।
এ উপলক্ষে গতকাল বুধবার মাহিনী-বাঙ্গড্ডা সড়ক সংলগ্ন ইসরা একাডেমি প্রাঙ্গণে তাফসিরুল কোরআন মাহফিল অনুষ্ঠিত হয়।
ইসরা গ্রুপ চেয়ারম্যান ইসরাফিল হাজারীর সভাপতিত্বে মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা-১০ আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী, ইসলামী ছাত্রশিবির সাবেক কেন্দ্রীয় সভাপতি ইয়াছিন আরাফাত।
মাহফিলের প্রধান মুফাসসির ছিলেন মাওলানা কারী আব্দুল্লাহ আল আমিন। বিশেষ মুফাসসির ছিলেন মাওলানা জাফর আহমেদ মজুমদার, মাওলানা আব্দুল কাইয়ুম মজুমদার।
মাহফিলে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামী নাঙ্গলকোট উপজেলার আমির মাওলানা মোহাম্মদ জামাল উদ্দিন, ইসরা আল হিকমাহ অ্যাক্টিং চেয়ারম্যান মামুনুর রশীদ।
মাহফিল সঞ্চালনা করেন মাওলানা আফজাল হোসাইন মিয়াজী ও ইসরা আল হিকমাহ ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাহফুজ আজিম।
মাহফিলে উপস্থিত ছিলেন ইসরা আল হিকমাহ কো-ফাউন্ডার মাওলানা নজির আহমেদ হাজারী, মাওলানা জহিরুল ইসলাম মজুমদার শরীফী, মনসুর আলম মানিক, সাইফুল ইসলাম, এরশাদ উল্লাহ সোহেল, মাসুম বিল্লাহ, শরীফ উল্লাহ ভূঁইয়া, ফরহাদ হোসেন, নাজমুল মোল্লা প্রমুখ।
আরএইচ/