নুরুল কবির আরমান, খাগড়াছড়ি প্রতিনিধি ।
চট্টগ্রাম ফটিকছড়ি'র প্রাচীনতম দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান জামিয়া আরাবিয়া এমদাদুল উলুম ধর্মপুর বড় মাদ্রাসা'র সূরা কর্তৃক মাওলানা শহীদুল্লাহ্ কে মুহতামিম নিযুক্ত করায় ২০০১ সালের জামেয়া বাবুনগরের ফারেগীন পরিষদের পক্ষ থেকে সংবর্ধনা প্রদান করা হয়েছে।
মঙ্গলবার( ৩১ডিসেম্বর) মঙ্গলবার বাদে এশা বাবুনগর মাদ্রাসার অতিথি ভবন মিলনায়তনে মাওলানা ক্বারী ওবায়দুল্লাহ'র পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে এ সংবর্ধনা অনুষ্ঠান শুরু হয়।
জামিয়া সিনিয়র সিনিয়র মুহাদ্দিস মাওলানা শোয়াইব বাবুনগরীর সভাপতিত্বে ও মাওলানা সালামাত উল্লাহ বাবুনগরীর সঞ্চালনায় অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে মাওলানা ক্বারী আব্দুর রশিদ , মাওলানা হাফেজ ইলিয়াস,মাওলানা জুনায়েদ জওহর, মাওলানা হাফেজ ফজলুল হক, মাওলানা জুনায়েদ রায়পুরী প্রমুখ বক্তব্য রাখেন।
পরে ২০০১ সালের ফারেগীন পরিষদের পক্ষ থেকে মাওলানা শহীদুল্লাহ'র হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেওয়া হয়।
আরএইচ/