শনিবার, ০৪ জানুয়ারি ২০২৫ ।। ২০ পৌষ ১৪৩১ ।। ৪ রজব ১৪৪৬

শিরোনাম :

আহলে হাদীসের কার্যক্রম বন্ধের দাবিতে চাঁদপুরের কচুয়ায় মানববন্ধন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মোঃ আলমগীর তালুকদার, কচুয়া (চাঁদপুর) থেকে: 

আহলে হাদীসের সালাফী কনফারেন্স, কুরআন ও হাদিসের অপব্যাখ্যা বন্ধের দাবিতে কচুয়ায় ওলামা মাশায়েখ ও তাওহীদি জনতার উদ্যোগে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

৩১ ডিসেম্বর মঙ্গলবার বিকেলে উপজেলা ওলামা মাশায়েখ ও তাওহীদি জনতার আয়োজনে কচুয়া বিশ্বরোড এলাকায় মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশের আয়োজন করা হয়।

এ সময় প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন কচুয়া মাদরাসার মুহতামিম মুফতি মাওলানা আবু হানিফ, কচুয়া কেন্দ্রীয় মসজিদের খতিব মুফতি মাওলানা মাহবুবুর রহমান, শাজুলিয়া দরবার শরীফের পীর আবুল হাসান শাহ মোহাম্মদ রুহুল্লাহ শাজুলী, মুহাদ্দিস নুর মোহাম্মদ, মুফতি মাওলানা শাহজালাল ইব্রাহীম, মুফতি রিয়াসুল হক মজুমদার, শ্রীরামপুর মাদ্রাসার সহকারি অধ্যাপক মাওলানা কবির হোসেন, মাওলানা আনোয়ার হোসেন, মাওলানা কাউছার আহমেদ, আ:কুদ্দুছসহ অন্যান্য ওলামা মাশায়েখবৃন্দ।

বক্তাগন কুরআন ও হাদীসের অপব্যাখ্যাকারী আহলে হাদীসের সালাফী কনফারেন্স বন্ধ ও তাদের কার্যক্রম বাংলাদেশে নিষিদ্ধ করার দাবি জানান। মানব বন্ধন ও বিক্ষোভ সমাবেশ শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর স্মারকলিপি প্রদান করেন ওলামা মাশায়েখবৃন্দ।

হাআমা/


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ