বৃহস্পতিবার, ০২ জানুয়ারি ২০২৫ ।। ১৮ পৌষ ১৪৩১ ।। ২ রজব ১৪৪৬

শিরোনাম :
বাংলাদেশ আমাদের হারিয়ে যাওয়া ভাই: পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী নারীদের জন্য আলাদা নামাজের সুব্যবস্থা থাকা জরুরি গণঅভ্যুত্থানের ছবি-ভিডিও জমা দেওয়ার অনুরোধ বিশেষ সেলের ৪৩তম বিসিএসে বাদ পড়া ২২৭ প্রার্থীকে পুনর্বিবেচনার সুযোগ দিচ্ছে সরকার আজ ঐতিহাসিক লংমার্চ দিবস, সেদিন আমি যা দেখলাম চরমোনাই মাহফিলের নমুনায় ফেনীতে ওয়াজ মাহফিল ‘রাজনৈতিক দলগুলোর পারস্পরিক বিভেদ দেশবিরোধী অপশক্তির রসদ যোগাবে’ খেলাফত ছাত্র আন্দোলন বরিশাল জেলা আহ্বায়ক কমিটি গঠিত মাওলানা হেমায়েত উদ্দীন রচিত 'ইসলাম ও আরবী শিক্ষা' : একটি সংক্ষিপ্ত রিভিউ দেশের সর্বনিম্ন তাপমাত্রা ৯.৮ ডিগ্রি চুয়াডাঙ্গায়

চাঁদপুরের কচুয়ায় সাদপন্থীদের বয়কটের ঘোষণা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মুহাম্মদ আল আমিন, কচুয়া (চাঁদপুর) প্রতিনিধি:

টঙ্গী তুরাগ পাড়ে ইজতেমার মাঠে সাদপন্থী কর্তৃক অতর্কিত হামলার তীব্র নিন্দা ও ৩ জন নিরপরাধ মানুষকে নির্মমভাবে হত্যার বিচার এবং সাদপন্থীদের সকল কার্যক্রম বন্ধের দাবিতে কচুয়া উপজেলা উলামা মাশায়েখ ও তাওহীদী জনতার ব্যানারে গতকাল রবিবার (২৯ ডিসেম্বর) দুপুর ২টা মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী অফিসার বরাবর স্মারকলিপি প্রদান করেছে।

কচুয়া কেন্দ্রীয় মার্কাজ মসজিদ থেকে বিক্ষোভ মিছিল বের কচুয়া বিশ্বরোড ফায়ার সার্ভিসের সামনে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ হয়।

মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে কচুয়া ইত্তেহাদুল মাদারিসিল কওমিয়্যাহ এর নাজেমে ইমতিহান মাওলানা সানাউল্লাহর সঞ্চালনায় বক্তব্য রাখেন কচুয়া উপজেলা হেফাজতে ইসলামের সভাপতি ও কচুয়া জামিয়া আহমাদিয়ার প্রিন্সিপাল মাওলানা আবু হানিফ, কচুয়া কেন্দ্রীয় জামে মসজিদের খতিব ও জামিয়া আহমাদিয়ার শাইখুল হাদিস মুফতি মাহবুবুর রহমান, বাংলাদেশ খেলাফত মজলিস কচুয়া উপজেলার সভাপতি, দাওয়াত ও তাবলীগের কচুয়া উপজেলার দায়িত্বশীল মুফতি নুরুল ইসলাম, কচুয়া উপজেলা হেফাজতে ইসলামের সেক্রেটারি মুফতি শাহজালাল ইব্রাহিমি, রহিমানগর কওমি মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা হুসাইন আহমদ সহ অনেক উলামায়ে কেরাম বক্তব্য রাখেন।

মানববন্ধন থেকে বক্তারা অন্তর্বর্তীকালীন সরকারের কাছে টঙ্গী ইজতেমা মাঠে সাদপন্থী কর্তৃক হামলা ও তিনজন নিরপরাধ মানুষকে খুনের বিচারের দাবি জানান। সন্ত্রাসী গোষ্ঠী হিসেবে নিষিদ্ধ ঘোষণা করে তাদের কার্যক্রম বন্ধের দাবি জানান। এবং কচুয়াতে সাদপন্থীদের বয়কটের ঘোষণা দেন।

হাআমা/


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ