চট্টগ্রামের বাঁশখালী উপজেলার কাথরিয়ায় স্থানীয় এক আওয়ামী লীগ নেতাকে মাহফিলে প্রধান অতিথি করায় বাঁশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও বাঁশখালী থানা পুলিশের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন স্থানীয়রা।
রোববার (২৯ ডিসেম্বর) বিকেলে স্থানীয়দের পক্ষে বাঁশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও বাঁশখালী থানা পুলিশের কাছে লিখিত অভিযোগ দাখিল করেন কাথরিয়া ইউনিয়নের ৩নং ওয়ার্ডের ইউপি সদস্য আবু তালেব।
লিখিত অভিযোগে জানা যায়, ‘কাথরিয়া ইউনিয়নের চুনতি বাজার এলাকায় আহমদীয়া গাউছিয়া সুন্নী সংস্থার উদ্যোগে দুই দিন ব্যাপী একটি সুন্নী মাহফিল আয়োজন করে স্থানীয় একটি গ্রুপ। আগামী শুক্রবার ও শনিবার মাহফিলটি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। ওই মাহফিলে প্রধান অতিথি করা হয় কাথরিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ইউসুফ চৌধুরীকে এবং সভাপতি করা হয় সাবেক এমপি মোস্তাফিজ ও তাঁর চাচা রশিদ চেয়ারম্যানের ঘনিষ্ঠ হারুন রশিদকে। তাতে স্থানীয়রা ওই আ. লীগ নেতাকে মাহফিলে অতিথি না করার অনুরোধ করলেও স্থানীয় একটি মহল জোরপূর্বক আ. লীগ নেতাদের মাধ্যমে মাহফিল আয়োজন করার চেষ্টা করছে। এতে বর্তমানে ওই এলাকার সাধারণ মানুষ ক্ষিপ্ত রয়েছে। যে কোন মুহূর্তে দুই পক্ষের মধ্যে বড় ধরনের সংঘর্ষ হওয়ার সম্ভাবনা রয়েছে। এতে এলাকার নিরাপত্তার স্বার্থে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে উপজেলা প্রশাসনকে অনুরোধ করেছে স্থানীয়রা।'
এ বিষয়ে ইউপি সদস্য আবু তালেব বলেন, ‘দীর্ঘ ১৭ বছর এসব আ. লীগ নেতারা এলাকার সাধারণ মানুষকে নানা নির্যাতন ও অত্যাচার করেছে। ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে স্বৈরাচারী সরকার পালালেও তাদের দোষররা বহাল তবিয়েতে রয়েছে। তাঁরা এখনো সব জায়গায় আগের মতো অংশগ্রহণ করতেছে। মাহফিলে আ. লীগ নেতা অতিথি হওয়ার বিষয়টি আমরা ইতিমধ্যে প্রশাসনকে জানিয়েছি। আমরা কোনমতে তাদের মাহফিলে আসতে দিব না।'
বাঁশখালী থানার ওসি (তদন্ত) সুধাংশু শেখর হাওলাদার বলেন, ‘মাহফিলে আ. লীগ নেতার অতিথি হওয়ার বিষয়ে একটি লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করা দেখা হচ্ছে।'
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জামশেদুল আলম বলেন, ‘বিষয়টি নিয়ে একটি লিখিত পেয়েছি। আইনশৃঙ্খলা অবনতির বিষয়ে ওসিকে দ্রুত ব্যবস্থা নিতে নির্দেশ দেয়া হয়েছে।'
কেএল/