রংপুর ব্যুরো
সচিবালয়ে অগ্নিকাণ্ড নিয়ন্ত্রণে কাজ করতে গিয়ে ট্রাকচাপায় নিহত ফায়ার সার্ভিসের কর্মী সোহানুর জামান নয়নের বাড়ি রংপুরের মিঠাপুকুরে চলছে মাতম।
নিহত সোহানুর জামান নয়ন মিঠাপুকুর উপজেলার বড়বালা ইউনিয়নের আটপুনিয়া গ্রামের আক্তারুজ্জামানের ছেলে। প্রায় দুবছর আগে ফায়ার ফাইটার পদে যোগদান করেন। ২১ দিনের প্রশিক্ষণের জন্য ঢাকায় যান তিনি। সেখানে প্রশিক্ষণে থাকা অবস্থায় বুধবার রাতে সচিবালয়ে অগ্নিকাণ্ডের ঘটনায় ফায়ার সার্ভিস টিমে আগুন নিয়ন্ত্রণের কাজে যান তিনি। সচিবালয়ের মূল ফটকের সামনে রাস্তা পারাপারের সময় ট্রাকচাপায় আহত হন। পরে তাকে হাসপাতালে ভর্তি করা হলে সেখানে তার মৃত্যু হয়।
নয়নের মা নার্গিস বেগম বিলাপ করে বলেন, তার ছেলে বলেছিল বিএ পরীক্ষায় উত্তীর্ণ হলে চাকরিতে প্রমোশন পাবে। তখন তাদের সংসারে আর অভাব থাকবে না।
একমাত্র ছেলেকে হারিয়ে কান্নাজড়িত কণ্ঠে আক্তারুজ্জামান বলেন, আমাদের ছেড়ে চলে গেল।