বৃহস্পতিবার, ০৫ ডিসেম্বর ২০২৪ ।। ২০ অগ্রহায়ণ ১৪৩১ ।। ৩ জমাদিউস সানি ১৪৪৬

শিরোনাম :
বোমা হামলার মামলায় খালেদা জিয়াসহ ২৬ জনকে অব্যাহতি  ‘ভারতকে বুঝতে হবে এটা আ. লীগের আমল নয়, এটা নতুন বাংলাদেশ’ দেশের বিরুদ্ধে যে কোনো অবস্থানকে সহ্য করব না: মুফতী আদনান    নওগাঁয় ফ্রি ব্লাড গ্রুপিং ক্যাম্পেইন অনুষ্ঠিত ‘আন্তর্জাতিক রাষ্ট্রগুলোর সঙ্গে সংহতি গড়ে বাংলাদেশকে শক্তিশালী করার প্রস্তাব দিয়েছি’ এখন একটা মারলে ৪০ টা দাঁড়িয়ে যাবে : প্রধান উপদেষ্টা ভারত নিয়ে জাতীয় ঘোষণা আসছে : জামায়াত আমির ভারতের সাথে চোখে চোখ রেখে কথা হবে: হাসনাত আব্দুল্লাহ ভারতে সহকারী হাই কমিশনে হামলার প্রতিবাদে নবাবগঞ্জে ছাত্রদলের বিক্ষোভ  সন্তান লাভের আশায় বটগাছের নিচে আঁচল পেতে নারীরা

পলাশবাড়ীতে অবৈধ কয়লার কারখানা গুড়িয়ে দিলো প্রশাসন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

গাইবান্ধা প্রতিনিধি

গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার কিশোরগাড়ী ইউনিয়নের দিঘলকান্দি গ্রামে অবৈধভাবে গড়ে উঠা কাঠ পুড়িয়ে কয়লা তৈরি অবৈধ কারখানার গুড়িয়ে দিলো উপজেলা প্রশাসন।

বুধবার (৪ ডিসেম্বর) দুপুরে পলাশবাড়ী উপজেলা সহকারি কমিশনার(ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আল ইয়াসা রহমান তাপাদার এ অভিযান পরিচালনা করেন।

এসময় পুলিশ ও ফায়ার সার্ভিসের পৃথক টিম উপস্থিত ছিলেন। ক্ষতিগ্রস্ত এলাকাবাসীর অভিযোগের প্রেক্ষিতে প্রশাসন এই অভিযান চালায়।

স্থানীয়রা জানান, দিঘলকান্দি গ্রামে ২২ শতক জমির ওপর অবৈধভাবে কয়লা তৈরির কারখানা গড়ে তোলের আব্দুল মান্নান ও তার স্বজনরা। কারখানার কার্যক্রমের ফলে পরিবেশ মারাত্মকভাবে দূষিত হচ্ছিল এবং আশপাশের মানুষের জীবনযাত্রা কষ্টকর হয়ে উঠেছিল। কাঠ পুড়িয়ে কয়লা তৈরির কারণে বায়ুদূষণ, ধোঁয়ার প্রভাব, এবং আশেপাশের জমির উর্বরতা কমে যাওয়ায় ক্ষুব্ধ হয়ে উঠেছিলেন এলাকাবাসী। যে কারণে  উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে লিখিত অভিযোগ দায়ের করেন তারা।

অভিযানকালে কারখানার সংশ্লিষ্ট কেউ উপস্থিত ছিল না। ফলে অভিযুক্ত মালিক আব্দুল মান্নান ও তার সহযোগীদের বিরুদ্ধে তাৎক্ষণিক কোনো আইনগত ব্যবস্থা নেওয়া সম্ভব হয়নি। তবে, কারখানার অবৈধ চুল্লিগুলো ভেঙে গুড়িয়ে দেওয়া হয়।

অভিযানের বিষয়টি নিশ্চিত করে  উপজেলা সহকারি কমিশনার(ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আল ইয়াসা রহমান তাপাদার জানান, ক্ষতিগ্রস্ত এলাকাবাসীর অভিযোগের প্রেক্ষিতি অভিযান চালিয়ে অবৈধভাবর গড়ে ওঠা কারখানাটি গুড়িয়ে দেওয়া হয়েছে।

তিনি বলেন, অভিযানের সময় কারখানার সংশ্লিষ্টরা পালিয়ে যায়। কাউকে না পাওয়ায় জেল জরিমানা করা সম্ভব হয়নি তবে, কারখানার চুল্লি গুলো ভেঙ্গে গুড়িয়ে দেওয়া হয়েছে। অবৈধ কার্যক্রম বন্ধ করতে ভবিষ্যতে আরও কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।

এনএ/


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ