বুধবার, ০৪ ডিসেম্বর ২০২৪ ।। ১৯ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২ জমাদিউস সানি ১৪৪৬


স্লট বুকিং বন্ধ করে দিলো ভারত, আসছে না আলু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

হিলি (দিনাজপুর) প্রতিনিধি

ভারতের পশ্চিমবঙ্গে রাজ্য সরকার আলু রফতানিতে স্লট বুকিং বন্ধ করে দেয়ায় হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে আলু আমদানি সোমবার থেকে বন্ধ রয়েছে।

সোমবার অনলাইনে আলুর স্লট বুকিং বন্ধ করায় হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে আলুবাহী ট্রাক দেশে প্রবেশ করেনি। এর আগে রবিবার পূর্বের স্লট বুকিং করা ৬ ট্রাক আলু আমদানি হয়েছে এমনটায় বলেছে হিলি বন্দরের আমদানিকারকরা। তবে বন্দর দিয়ে পেঁয়াজসহ অন্যান্য পণ্যের আমদানি স্বাভাবিক রয়েছে। এদিকে ব্যবসায়ীদের পক্ষে থেকে স্লট বুকিং চালু করে দেওয়ার আহ্বান জানানো হয়েছে।

হিলি স্থলবন্দরের আমদানিকারক, নূর ইসলাম বলেন, দেশের বাজারে ভারতীয় আলু চাহিদা থাকায় ভারত থেকে আলু আমদানি করেন আমদানিকারকরা। পশ্চিমবঙ্গ সরকার আলু রপ্তানির উপরে স্লট বুকিং বন্ধ করে দেয়ায় আগে এলসি করা আলু আমদানি হচ্ছে। রোববার ছয় ট্রাক আলু আমদানি হয়েছে। সোমবার ভারত থেকে হিলি স্থলবন্দর দিয়ে আলু আমদানি বন্ধ রয়েছে।

তিনি আরো বলেন, যতদিন ভারতে স্লট বুকিং চালু হবে না ততদিন ভারত থেকে আলু আমদানি বন্ধ থাকবে। ভারত থেকে আলু আমদানি বন্ধ থাকলে খুচরা বাজারে দামের কিছুটা প্রভাব পড়বে। ভারত থেকে আলু বন্ধের পরে কিছুটা প্রভাব পড়লেও কয়েক দিন পরে দেশি আলু উঠতে শুরু করবে। দেশি আলু উঠা শুরু করলে আলুর দাম নিয়ন্ত্রণে আসবে বলে আশা করছি।

হিলি সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের যুগ্ম সাধারণ সম্পাদক এসএম রেজা বিপুল বলেন, এমন পরিস্থিতিতে বন্দরের ব্যবসায়ীরা চরম বিপাকে পড়েছেন। আমাদের অনেক ব্যবসায়ী ইতোমধ্যেই আলু আমদানির জন্য এলসি (ঋণপত্র) করে রেখেছেন। ভারত থেকে আলু আমদানি বন্ধ হলে আমদানিকারকরা যেমন ক্ষতিগ্রস্ত হবেন পাশাপাশি খুচরা বাজারে দাম বৃদ্ধি পাবে বলে হচ্ছে।

এদিকে আগের এলসি করা ডাইমন আলু বন্দরে ৫১ থেকে ৫৫ টাকায় বিক্রি হয়েছে। আর ইস্টিক আলু প্রতি কেজি বিক্রি হয়েছে ৬০ থেকে ৬১ টাকা দরে।

হিলি স্থলবন্দরের আমদানি-রপ্তানিকারক গ্রুপের সভাপতি সাখাওয়াত হোসেন শিল্পী বলেন, পশ্চিমবঙ্গ সরকার অনলাইন স্লট বুকিং বন্ধ করে দেয়ায় আলুবাহী ট্রাক বাংলাদেশে প্রবেশ করছে না। এতে ব্যবসায়ীরা একদিকে আর্থিক ক্ষতির শিকার হচ্ছেন, অন্যদিকে দেশে আলুর বাজারেও অস্থিরতা সৃষ্টি হচ্ছে।


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ