মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫ ।। ৮ বৈশাখ ১৪৩২ ।। ২৪ শাওয়াল ১৪৪৬


‘মানবিক বোধসম্পন্ন মানুষ গড়াই শিক্ষার মূল লক্ষ্য’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

গাইবান্ধা প্রতিনিধি

মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, দিনাজপুর’র চেয়ারম্যান প্রফেসর স. ম. আব্দুস সামাদ আজাদ বলেছেন, শিক্ষার্থীদের ভালো মানুষ, মানবিকবোধ সম্পন্ন মানুষ হিসেবে গড়ে তোলাই একটি শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান কাজ। এসকেএস স্কুল অ্যান্ড কলেজ সেই কাজ সুচারূপে করে চলেছে।

রবিবার এসকেএস স্কুল অ্যান্ড কলেজের সপ্তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনের আলোচনা অনুষ্ঠানে অংশ নিয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি আরও বলেন, বোর্ড চেয়ারম্যান হিসেবে আমি উত্তরাঞ্চলের অনেক শিক্ষা প্রতিষ্ঠানে গিয়েছি; কিন্তু এমন পরিবেশ কোথাও দেখিনি। এখানকার শিক্ষার্থীদের প্রদর্শিত বিভিন্ন স্টল পরিদর্শন করলাম, তারা অসাধারণ কিছু প্রজেক্ট তৈরি করেছে তা দেখে আমি অভিভূত। পথচলার ৭ বছরে প্রতিষ্ঠানটি অনন্য উচ্চতায় উঠেছে। আগামীতে আরও ভালো করবে এমন প্রত্যাশাই রাখছি।

এদিন দিনব্যাপী এই অনুষ্ঠানে সকাল ১০টার দিকে সদর উপজেলার উত্তর হরিণসিংহা এলাকায় অবস্থিত প্রতিষ্ঠানটির প্রাঙ্গনে আলোচনা অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন- মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, দিনাজপুর’র সচিব দেলওয়ার হোসেন প্রধান, কলেজ পরিদর্শক আবু সায়েম, উপ-পরীক্ষা নিয়ন্ত্রক জহুরুল ইসলাম প্রামাণিক, সহকারী কলেজ পরিদর্শক খায়রুল আলম এবং এসকেএস স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ আব্দুস সাত্তার।

অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে এসকেএস স্কুল অ্যান্ড কলেজের সভাপতি ও এসকেএস ফাউন্ডেশনের নির্বাহী প্রধান রাসেল আহম্মেদ লিটন বলেন, ‘অন্যায়-অত্যাচারের প্রতিবাদ করার জন্য ১৯৮৭ সালের আজকের এই দিনে আমরা এসকেএস ফাউন্ডেশনের যাত্রা শুরু করি। আমাদের সৌভাগ্য একই দিন অর্থাৎ ১ ডিসেম্বর আমরা এসকেএস স্কুল অ্যান্ড কলেজ প্রতিষ্ঠা করতে পেরেছি। দীর্ঘ ৩৭ বছরের পথচলায় আমরা অনেক অঙ্গ সংগঠন তৈরি করেছি, যেগুলো দেশের উন্নয়নের ক্ষেত্রে ইতিবাচক ভূমিকা রাখতে পারছে; দেশের উন্নয়নের সাথে আমরাও অংশীদার হিসেবে থাকতে পারছি।

শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, স্বপ্ন দেখতে হবে এবং সেই অনুযায়ী চলে তা বাস্তবায়ন করতে হবে। যার মেধা আছে সুযোগ নাই আমরা কথা দিচ্ছি এসকেএস ফাউন্ডেশন তাদের পাশে থাকবে।


সম্পর্কিত খবর



সর্বশেষ সংবাদ