বৃহস্পতিবার, ০৫ ডিসেম্বর ২০২৪ ।। ১৯ অগ্রহায়ণ ১৪৩১ ।। ৩ জমাদিউস সানি ১৪৪৬

শিরোনাম :
দেশের বিরুদ্ধে যে কোনো অবস্থানকে সহ্য করব না: মুফতী আদনান    নওগাঁয় ফ্রি ব্লাড গ্রুপিং ক্যাম্পেইন অনুষ্ঠিত ‘আন্তর্জাতিক রাষ্ট্রগুলোর সঙ্গে সংহতি গড়ে বাংলাদেশকে শক্তিশালী করার প্রস্তাব দিয়েছি’ এখন একটা মারলে ৪০ টা দাঁড়িয়ে যাবে : প্রধান উপদেষ্টা ভারত নিয়ে জাতীয় ঘোষণা আসছে : জামায়াত আমির ভারতের সাথে চোখে চোখ রেখে কথা হবে: হাসনাত আব্দুল্লাহ ভারতে সহকারী হাই কমিশনে হামলার প্রতিবাদে নবাবগঞ্জে ছাত্রদলের বিক্ষোভ  সন্তান লাভের আশায় বটগাছের নিচে আঁচল পেতে নারীরা আগরতলায় বাংলাদেশ হাইকমিশনে হামলার প্রতিবাদে শ্রীমঙ্গলে বিক্ষোভ মিছিল ভারতের অপকর্ম, অপপ্রচার বন্ধে পুরো জাতি আজ ঐক্যবদ্ধ

ইসকন নিষিদ্ধের দাবিতে চান্দিনায় বিক্ষোভ মিছিল 

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

চান্দিনা (কুমিল্লা) প্রতিনিধি:

কুমিল্লার চান্দিনা উপজেলায় এডভোকেট সাইফুল ইসলাম আলিফ হত্যার বিচার ও উগ্রবাদী সংগঠন ইসকন নিষিদ্ধের দাবিতে, চান্দিনা থানা কওমি মাদরাসা সংগঠনের উদ্যোগে আজ রবিবার (১ ডিসেম্বর) বেলা এগারোটার দিকে এক বিশাল বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়।  

সংগঠনের সভাপতি হাফেজ মাওলানা আহমদুল্লাহর নেতৃত্বে মিছিলটি চান্দিনা পল্লী বিদ্যুৎ রাস্তার মাথা থেকে শুরু হয়ে মোকামবাড়ি, চান্দিনা বাজার ও থানার সামনে দিয়ে উপজেলা রোড হয়ে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে গিয়ে মিলিত হয়। পরে চান্দিনা বাসস্ট্যান্ডে হাফেজ মাওলানা আহমদুল্লাহর দোয়ার মাধ্যমে বিক্ষোভ মিছিল সমাপ্ত হয়।
বিক্ষোভ সমাবেশ ও মিছিলে আলেম-ওলামা, মসজিদের ইমাম, মাদরাসা ও স্কুলের শিক্ষার্থী এবং বিভিন্ন শ্রেণী পেশার প্রায় সহস্রাধিক মানুষ অংশগ্রহণ করে।

বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন, চান্দিনা থানা কওমি মাদরাসা সংগঠনের সাধারণ সম্পাদক মুফতি ফয়জুল্লাহ কাসেমী, সহ-সভাপতি মুফতি ইয়াহইয়া রাশেদ কাসেমী, আশরা মাদরাসার শিক্ষা সচিব মুফতি ওযায়ের আহমদ, সাংগঠনিক সম্পাদক মাওলানা এমদাদুল্লাহ খাঁন, সহ সাংগঠনিক সম্পাদক ও সাতবাড়িয়া দারুল উলূম মাদরাসার মুহতামিম মুফতি এনামুল হক, চান্দিনা কোর্ট মসজিদ মাদরাসার মুহতামিম মুফতি আবু বকর সিদ্দিক, সাতবাড়িয়া দারুল উলূম মাদরাসার সহকারী শিক্ষা সচিব মুফতি তানযিল হাসান, মাওলানা কামাল হুসাইন, আতিক বিন ওমর, আব্দুল্লাহ আল মামুন প্রমুখ।

সমাবেশে বক্তারা বলেন, চট্টগ্রাম আদালত পাড়ায় উগ্র হিন্দুত্ববাদী সংগঠন ইসকন কর্তৃক রাষ্ট্রপক্ষের আইনজীবী এডভোকেট সাইফুল ইসলাম আলিফকে নৃশংসভাবে কুপিয়ে এবং জবাই করে হত্যা করা হয়। এর মাধ্যমে গায়ে পড়ে সাম্প্রদায়িক দাঙ্গা লাগিয়ে অন্তর্বর্তীকালীন সরকারকে বেকায়দায় ফেলতে হীন ষড়যন্ত্র করা হয়েছে। 

বক্তারা আরো বলেন, আমরা সাধারণ হিন্দুদের বিপক্ষে নই। তবে সংখ্যালঘুর সাইনবোর্ড ব্যবহার করে পতিত ফ্যাসিস্ট শক্তিকে পুনর্বাসন করতে যারা উগ্র এবং সন্ত্রাসী কর্মকান্ড পরিচালনা করছে তাদেরকে অচিরেই নিষিদ্ধ করতে হবে এবং অ্যাডভোকেট আলিফ হত্যার সাথে জড়িত খুনিদের অবিলম্বে ফাঁসি কার্যকর করতে হবে।

হাআমা/


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ