বুধবার, ২০ নভেম্বর ২০২৪ ।। ৫ অগ্রহায়ণ ১৪৩১ ।। ১৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
কিন্ডারগার্টেন ও স্কুলের শিক্ষার্থীদের জন্য বই লিখলেন মাওলানা মুহাম্মদ হেমায়েত উদ্দীন ২৪ ঘণ্টায় ডেঙ্গু কেড়ে নিল ৫ প্রাণ, হাসপাতালে ১০৩৪ স্ত্রীর মরদেহ নিয়ে বাড়ি ফেরার পথে গাড়ি দুর্ঘটনায় স্বামীর মৃত্যু শেরপুরে পানিতে ডুবে যমজ দুই বোনের মৃত্যু উম্মুল মাদারিস দারুল উলূম মুঈনুল ইসলাম হাটহাজারী : ঐতিহাসিক পটভূমি গীতিকার কবি আব্দুল কাদের হাওলাদারের ইন্তেকালে ইসলামী আন্দোলনের শোক আধ্যাত্মিকতার ২২ নং কোর্স শুরু পহেলা ডিসেম্বর থেকে, যেভাবে করবেন আবেদন রাজনৈতিক দলের বিচারে অধ্যাদেশ : খসড়া উপদেষ্টা পরিষদে অনুমোদন বিশ্বজয় করে দেশে ফিরছেন হাফেজ আনাস, বিমানবন্দরে দেওয়া হবে সংবর্ধনা রামুর রাজারকুল আজিজুল উলুম মাদরাসার ৫১ তম বার্ষিক সভা সোমবার

রামুর রাজারকুল আজিজুল উলুম মাদরাসার ৫১ তম বার্ষিক সভা সোমবার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

|| আদিয়াত হাসান ||

কক্সবাজারের রামু উপজেলার ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষাপ্রতিষ্ঠান রাজারকুল আজিজুল উলুম মাদরাসা ও এতিমখানার ৫১ তম বার্ষিক সভা অনুষ্ঠিত হতে যাচ্ছে।

জানা যায়, আগামী সোমবার (২৫ নভেম্বর) সকাল ১০টা থেকে শুরু হয়ে এই দ্বীনি সভা চলবে রাত ১১টা পর্যন্ত।

এদিকে রাজারকুল আজিজুল উলুমের মোহতামীম মাওলানা মোহছেন শরীফ বলেন, আমাদের এই এলাকার অন্যতম বড় ও ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান এটি। দীর্ঘ ৪ যুগেরও বেশি সময় ধরে এই মাহফিল চলে আসছে। এলাকাবাসী অপেক্ষায় থাকে রাজারকুল আজিজুল উলুমের সভার জন্য। এ সভা থেকে তারা দ্বীনের খোরাক পায়। যারা কাছাকাছি আছেন তাদের সবার কাছে দ্বীনি দাওয়াত রইলো। যারা দূরে আছেন তাদের কাছে একান্ত দোয়া চাই মাহফিল যেন সুন্দরভাবে সম্পন্ন করা যায়।

তিনি বলেন, এই অঞ্চলের মানুষের বহুল প্রত্যাশিত আমাদের এই বার্ষিক সভা। প্রতি বছরই বার্ষিক সম্মেলনে মানুষের ঢল নামে। এ বছরও এর ব্যতিক্রম হবে না আশা করছি।

মাওলানা মোহছেন শরীফ জানান, দিনব্যাপী বার্ষিক এ মাহফিলে আমন্ত্রিত ওলামায়ে কেরামের মধ্যে রয়েছেন, কওমী মাদ্রাসা শিক্ষাবোর্ড (আঞ্জুমানে ইত্তেহাদুল মাদারিস বাংলাদেশ) এর মহাসচিব আল্লামা ওবায়দুল্লাহ হামযা, প্রখ্যাত ওয়ায়েজ আল্লামা খোরশেদ আলম কাসেমী, ফরিদপুরের প্রসিদ্ধ আলেম মাওলানা জুবায়ের হুসাইন কাসেমী, মাওলানা মীযানুর রহমান বুখারী, মাওলানা মোস্তফা নূরী। এছাড়াও বরেণ্য ওলামা-মশায়েখ ও ইসলামী চিন্তাবিদগণ তাশরীফ আনবেন।

তিনি জানান, এ সভায় মাদ্রাসার হিফজ বিভাগ থেকে হিফজ সমাপ্তকারী ১০ জন ছাত্রকে দস্তারে ফযীলত (পাগড়ি) প্রদান করা হবে ইনশাআল্লাহ।

কেএল/


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ