সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪ ।। ৭ পৌষ ১৪৩১ ।। ২১ জমাদিউস সানি ১৪৪৬


হঠাৎ বুকে ব্যথা, প্রাণ গেল নোবিপ্রবি ছাত্রের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

নোয়াখালী প্রতিনিধি

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) ছাত্র মোস্তফা তারেক সিয়াম (২৪) বুকের ব্যথায় মারা গেছেন। বুধবার বিকেলে বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে এই ঘটনা ঘটে। 

নিহত সিয়াম ওই বিশ্ববিদ্যালয়ের শিক্ষা প্রশাসন বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র ছিলেন। তিনি নড়াইল জেলার বাসিন্দা।

এসব তথ্য নিশ্চিত করেন নোবিপ্রবির বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আল জকি হোসেন। তিনি বলেন, বিকেলে বিশ্ববিদ্যালয়ে মাঠে ফুটবল খেলে সিয়াম। একপর্যায়ে তার বুকে ব্যথা দেখা দেয়। এরপর মাঠ থেকে সে উঠে চলে আসে। কিছুক্ষণের মধ্যে জ্ঞান হারিয়ে ফেললে অন্য ছাত্ররা তাকে নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তার হৃদ রোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় বলে ধারণা করা হচ্ছে।

নোয়াখালী জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. সৈয়দ মহিউদ্দিন আব্দুল আজিম বলেন, ওই ছাত্রকে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়। পরে বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা তার মরদেহ নিয়ে যায়।


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ