সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪ ।। ৭ পৌষ ১৪৩১ ।। ২১ জমাদিউস সানি ১৪৪৬


টাংগুয়ার হাওরে আট লাখ টাকার জাল জব্দ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

সুনামগঞ্জ প্রতিনিধি

সুনামগঞ্জের তাহিরপুরের টাংগুয়ার হাওর থেকে ৬টি বেড় জাল ও একটি নৌকা জব্দ করে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। বুধবার ভোরে গোপন সংবাদে আনসার সদস্যরা অভিযান চালিয়ে এসব জব্দ করেন, পরে দুপুরে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, টাংগুয়ার হাওরের গোলাবাড়ি, রামসিংহপুর, রুপনগর আনসার ক্যাম্পের আনসার সদস্যরা গোপন সংবাদে হাওরের বিভিন্ন অংশে অভিযান চালিয়ে ৬টি বেড় জাল ও একটি নৌকা জব্দ করেন। এসময় জেলেরা নৌকা রেখে পালিয়ে যান।

উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মোস্তফা ফরিদুল আলম জানান, অভিযান চালিয়ে তিন হাজার ফিট বেড় জাল ও একটি নৌকার মূল্য আনুমানিক ৮ লাখ টাকা জব্দ করা হয়। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট হস্তান্তর করা হয়।

তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুল হাসেম জানান, জালগুলো দুপুরে প্রকাশ্যে আগুনে পুড়িয়ে ফেলা হয়েছে। টাংগুয়ার হাওর রক্ষা প্রশাসনের পক্ষ থেকে আরও কঠোর পদক্ষেপ নেয়া হবে।


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ