বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪ ।। ১১ পৌষ ১৪৩১ ।। ২৪ জমাদিউস সানি ১৪৪৬


খতমে নবুওয়তের নেতৃত্বে হেফাজতে ইসলামের শীর্ষ দুই নেতা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক মজলিসে তাহাফফুজে খতমে নবুওয়ত বাংলাদেশের ভারপ্রাপ্ত সভাপতি হেফাজতে ইসলাম বাংলাদেশের মহাসচিব আল্লামা সাজিদুর রহমান ও নির্বাহী সভাপতি মাওলানা জুনায়েদ আল হাবিবকে মনোনীত করা হয়েছে।

আজ মঙ্গলবার (২৪ ডিসেম্বর ২০২৪) বেলা ১১ টায় আন্তর্জাতিক মজলিসে তাহাফফুজে খতমে নবুওয়ত বাংলাদেশের কেন্দ্রীয় কার্যালয় জামিয়া ইসলামিয়া মাখজানুল উলূম, খিলগাঁওয়ে তাহাফফুজে খতমে নবুওয়তের কেন্দ্রীয় কমিটির অনুষ্ঠিত এক জরুরি বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়।

বৈঠকে সভাপতিত্ব করেন, সংগঠনের সহ-সভাপতি মাওলানা সাইফুল্লাহ সিদ্দিকী, পীর সাহেব ছারছিনা।

বৈঠকে জানানো হয়, আন্তর্জাতিক মজলিসে তাহাফফুজে খতমে নবুওয়ত বাংলাদেশের বর্তমান সভাপতি আল্লামা শাহ্ আতাউল্লাহ হাফেজ্জী নিজের বার্ধক্যজনিত শারীরিক অসুস্থতার কারণে সংগঠনের সভাপতির দায়িত্ব থেকে অব্যাহতির জন্য মহাসচিবসহ নির্বাহী কমিটির দায়িত্বশীলদের বরাবর লিখিত আবেদন জানিয়েছেন। তাঁর অপারগতার বিষয় বিবেচনা করে মহাসচিব মাওলানা মুহিউদ্দিন রাব্বানীকে তাঁর আবেদন গ্রহণ করার আবেদন জানান।

আল্লামা শাহ্ আতাউল্লাহ হাফেজ্জী তাহাফফুজে খতমে নবুওয়ত বাংলাদেশের কেন্দ্রীয় কমিটিতে তাঁর স্থলে সংগঠনের সিনিয়র সহ-সভাপতি আল্লামা শায়েখ সাজিদুর রহমান-কে ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব প্রদাণ করতে লিখিত প্রস্তাব করেছেন। তাঁর প্রস্তাবের ভিত্তিতে বৈঠকে উপস্থিত নেতৃবৃন্দের সর্বসম্মত সিদ্ধান্ত অনুযায়ী সংগঠনের সিনিয়র সহ-সভাপতি আল্লামা শায়েখ সাজিদুর রহমান-কে ভারপ্রাপ্ত সভাপতি এবং আরেক সিনিয়র সহ-সভাপতি মাওলানা জুনায়েদ আল হাবিব-কে নির্বাহী সভাপতি মনোনীত হোন।

এছাড়া, বৈঠকে আগামী ৩ জানুয়ারী-২৫ ইং, শুক্রবার, বা'দ জুমা, জাতীয় মসজিদ বাইতুল মুকাররমের পূর্ব চত্বরে আন্তর্জাতিক মজলিসে তাহাফফুজে খতমে নবুওয়ত বাংলাদেশের উদ্যোগে- “ আন্তর্জাতিক খতমে নবুওয়ত মহা-সম্মেলন" এর আয়োজন করার সিদ্ধান্ত গৃহীত হয়েছে। ইতোমধ্যে এই মহা-সম্মেলনে প্রধান অতিথি হিসেবে দাওয়াত গ্রহণ করেছেন, ফিলিস্তিনের মসজিদুল আকসার সম্মানিত ইমাম আল্লামা শায়েখ ড. আলী ওমর ইয়াকুব আব্বাসী। তাঁর আগমনকে কেন্দ্র করেই মূলতঃ আজ মহা-সম্মেলনের পূর্ব নির্ধারিত তারিখ (১৮ জানুয়ারী) পরিবর্তন করে আগামী মাসের ৩ তারিখ নির্ধারণ করা হয়েছে।

বৈঠকে মহাসচিব মাওলানা মুহিউদ্দিন রাব্বানী আহুত মহা-সম্মেলন সুষ্ঠুভাবে বাস্তবায়ন করতে তাহাফফুজে খতমে নবুওয়ত বাংলাদেশের সকল জেলা, উপজেলা, থানা ও মহানগরসহ কেন্দ্রীয় নেতা-কর্মীদের মিলেমিশে ঐক্যবদ্ধভাবে কাজ করার জন্য বিশেষ দিকনির্দেশনা প্রদান করেন। এ সময় মহাসচিব দেশের সর্বস্তরের উলামায়ে কেরাম এবং আপামর তৌহিদী জনতাকে ঈমানী দায়িত্ব হিসেবে আসন্ন “ আন্তর্জাতিক খতমে নবুওয়ত মহা-সম্মেলন" এ- স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করে তা সফল ও স্বার্থক করার উদাত্ত্ব আহ্বান জানান।

বৈঠকে আরো উপস্থিত ছিলেন, সংগঠনের কেন্দ্রীয় সহ-সভাপতি মাওলানা জহুরুল ইসলাম, যুগ্ম মহাসচিব মাওলানা আজিজুল হক ইসলামাবাদী, মাওলানা শিব্বির আহমদ কাসেমী, মাওলানা হাবিবুল্লাহ মিয়াজি, মাওলানা মুজিবুর রহমান হামিদি, সহকারী মহাসচিব মাওলানা এনামুল হক মুসা, সাংগঠনিক সম্পাদক মাওলানা আশিকুল্লাহ, প্রচার সম্পাদক মাওলানা রাশেদ বিন নুর, সহকারী প্রচার সম্পাদক মাওলানা আফসার মাহমুদ, মাওলানা মঈনুল ইসলাম, দপ্তর সম্পাদক মুফতি আল আমিন ফয়জী, মাওলানা মাহবুবুল আলম, মাওলানা নুর মুহাম্মদ আজিজি, মাওলানা আব্দুর রশীদ, মাওলানা মুমিনুল ইসলাম, মাওলানা তৈয়ব আহমাদ, মাওলানা মোরশেদ বিন নুর, মাওলানা সানাউল্লাহ আমিনী, মাওলানা বাকী বিল্লাহ, মাওলানা মাহমুদুল হাসান নোমান, মাওলানা আ স ম আল আমিন, মাওলানা মনিরুজ্জামান সাভার জোন, মাওলানা জুবাইর মাহমুদ পঞ্চগড়সহ প্রমুখ নেতৃবৃন্দ।

হাআমা/


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ