প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করতে যাচ্ছে জামায়াত
প্রকাশ:
২৩ মে, ২০২৫, ০৯:৫২ রাত
নিউজ ডেস্ক |
![]()
রাজনৈতিক অস্থিরতার মধ্যে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাতের জন্য সময় চেয়েছে জামায়াতে ইসলামী বাংলাদেশ। মৌখিকভাবে প্রধান উপদেষ্টার কার্যালয়ের পক্ষ থেকে আগামীকাল শনিবার (২৪ মে) সন্ধ্যা ছয়টায় দলটিকে সাক্ষাতের সময় দেওয়া হয়েছে। শুক্রবার (২৩ মে) রাতে জামায়াতে ইসলামীর নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মুহাম্মদ তাহের বিবিসি বাংলাকে এই তথ্য নিশ্চিত করেছেন। দলটি মনে করে প্রধান উপদেষ্টার পদত্যাগ কোনো সমাধান না। তার চায় অধ্যাপক ইউনূসের নেতৃত্বেই আগামী নির্বাচন অনুষ্ঠিত হোক। এর আগে, উদ্ভূত পরিস্থিতিতে সর্বদলীয় রাজনৈতিক বৈঠকের আহ্বান জানান জামায়াতের আমির ডা. শফিকুর রহমান। তার পক্ষ থেকে জামায়াতে ইসলামীর ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ আহ্বান জানানো হয়। গত কয়েক দিন ধরেই রাজনীতিতে চরম অস্থিরতা চলছে। এর পরিপ্রেক্ষিতে প্রধান উপদেষ্টা পদত্যাগ করতে চান বলে গতকাল খবর বের হয়। তবে আজ শুক্রবার প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমেদ তৈয়্যব জানিয়েছেন, প্রধান উপদেষ্টা পদত্যাগ করছেন না। এদিকে বিএনপি অভিযোগ করেছে, দলটি গত সোমবার থেকে প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাতের সময় চেয়েও পাচ্ছে না। দলটির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ জানিয়েছেন, বিএনপি প্রধান উপদেষ্টার পদত্যাগ চায় না। তবে অভিমান থেকে প্রধান উপদেষ্টা সরে গেলে বিকল্প কাউকে খুঁজে নেবে জাতি। এসএকে/ |