এনসিপির সাথে চামড়াশিল্প রক্ষা কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত
প্রকাশ:
২২ মে, ২০২৫, ০৯:৪৮ রাত
নিউজ ডেস্ক |
![]()
রাজধানীর বাংলামোটর রূপায়ন টাওয়ারস্থ এনসিপি'র কেন্দ্রীয় কার্যালয়ে আজ (২২ মে, বৃহস্পতিবার) সন্ধ্যায় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এবং চামড়াশিল্প রক্ষা কমিটির মধ্যে এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় চামড়াশিল্প রক্ষা কমিটির পক্ষ থেকে চামড়ার ন্যায্য মূল্য ও সুষ্ঠু ব্যবস্থাপনা নিশ্চিত করতে বেশ কিছু প্রস্তাবনা পেশ করা হয়। এনসিপি'র পক্ষ থেকে হাসনাত আবদুল্লাহ এবং সারজিস আলম উক্ত প্রস্তাবনার বিষয়ে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন। প্রস্তাবনাগুলোর মধ্যে উল্লেখযোগ্য বিষয়গুলো ছিল: ১. প্রতি বছর চামড়ার সরকার নির্ধারিত ন্যূনতম মূল্য ঘোষণার সময়সীমা ঈদের কমপক্ষে ১৫ দিন পূর্বে নির্ধারণ করতে হবে। মতবিনিময় সভায় এনসিপি'র পক্ষে উপস্থিত ছিলেন এনসিপি'র মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ, সারজিস আলম, রিফাত রশীদ এবং সংগঠক মাওলানা সানাউল্লাহ খান। চামড়াশিল্প রক্ষা কমিটির পক্ষে উপস্থিত ছিলেন কমিটির আহবায়ক ও জাতীয় ইমাম পরিষদ বাংলাদেশ'র সভাপতি মুফতি আব্দুল্লাহ ইয়াহইয়া, যুগ্ম আহবায়ক ড. শহীদুল ইসলাম ফারুকী, সদস্য সচিব মুফতি আফজাল হুসাইন, প্রধান সমন্বয়কারী মুফতি আফম আকরাম হুসাইন, বিভাগীয় সমন্বয়কারী মুফতি সুলতান আহমাদ, মুফতি ওমর ফারুক যুক্তিবাদী, মাওলানা মামুন চৌধুরী, মুফতি আল আমিন, মুফতি সাইফুল্লাহ নোমানী, মুফতি সালিমুল্লাহ খান, মুফতি শোআইব আহমদ, মুফতি ইসমাইল হাবিবী, মাওলানা কামাল উদ্দীন নোমানী এবং অধ্যাপক মহব্বত হুসাইন প্রমুখ। সূত্র জানিয়েছে, দাবী আদায়ে বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক দল ও সুশীল সমাজের সাথে চামড়া শিল্প রক্ষা কমিটির মতবিনিময় অব্যাহত থাকবে। এমএইচ/ |