ওমানের সকল বাসিন্দার জন্য জরুরি নির্দেশনা
প্রকাশ: ২২ মে, ২০২৫, ০১:১৯ দুপুর
নিউজ ডেস্ক

সাম্প্রতিক সময়ে ওমানে অগ্নিকাণ্ডের ঘটনা আশঙ্কাজনকভাবে বেড়ে গেছে। সিভিল ডিফেন্স অ্যান্ড অ্যাম্বুলেন্স অথরিটি জানিয়েছে, ২০২৫ সালের জানুয়ারি থেকে এপ্রিলের শেষ পর্যন্ত তারা মোট ১,২০৪টি অগ্নিকাণ্ড সংক্রান্ত রিপোর্ট গ্রহণ করেছে। মে মাসে দেশজুড়ে তাপমাত্রা বাড়তে থাকায় এ ধরনের ঘটনার পরিমাণ আরও বাড়ছে।

ফায়ার সার্ভিসের ফার্স্ট লেফটেন্যান্ট আলি বিন সাঈদ আল ফারসি জানান, এ সময়ে আগুন লাগার প্রধান কারণগুলোর মধ্যে রয়েছে ত্রুটিপূর্ণ বা অননুমোদিত বৈদ্যুতিক সংযোগ, এবং বৈদ্যুতিক ও তাপ নিয়ন্ত্রক যন্ত্রপাতি ব্যবহারে অসতর্কতা। তিনি আরও বলেন, নিরাপত্তা ব্যবস্থা না মেনে উন্মুক্ত স্থানে আগুন জ্বালানো এবং দাহ্য বস্তুর পাশে সিগারেট ফেলাও এই ঝুঁকিকে বাড়িয়ে তুলছে।

আল ফারসি জানান, গ্রীষ্মকালে উচ্চ তাপমাত্রা ঘাস, শুকনো পাতা ও গাছপালাকে অত্যন্ত দাহ্য করে তোলে। এমন পরিবেশে সিগারেট ফেলানো, কাচ বা ধাতব বস্তু দিয়ে সূর্যরশ্মির প্রতিফলন, এবং অবসাবধানতায় ক্যাম্পফায়ার কিংবা রান্না শেষে আগুন পুরোপুরি নিভানো না হলে ভয়াবহ দুর্ঘটনা ঘটতে পারে। তবে সবচেয়ে বেশি আগুন লাগার ঘটনা ঘটছে বৈদ্যুতিক ত্রুটির কারণে।

ফলে অগ্নিকাণ্ড রোধে নিরাপত্তা জোরদারে বৈদ্যুতিক সংযোগে সতর্কতা অবলম্বন, অতিরিক্ত লোড না দেওয়া, ইলেক্ট্রিক যন্ত্র চালু রেখে ঘুমানো বা বাইরে না যাওয়া, আগুন জ্বালানোর ক্ষেত্রে সতর্কতা, এবং ঘরে ও গাড়িতে অগ্নি নির্বাপক যন্ত্র রাখার পরামর্শ দেওয়া হয়েছে। যেকোনো অগ্নিকাণ্ড ঘটলে দ্রুত ৯৯৯৯ অথবা ২৪৩৪৩৬৬৬ নম্বরে যোগাযোগের অনুরোধ জানানো হয়েছে।

আরএইচ/