এবার নেতানিয়াহুর কারণে ডুবতে বসছে ইসরায়েল
প্রকাশ:
২২ মে, ২০২৫, ১০:৫৯ দুপুর
নিউজ ডেস্ক |
![]()
ইসরায়েলের রাজনৈতিক ও কূটনৈতিক ভবিষ্যৎ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন প্রভাবশালী ইহুদি বিশ্লেষকরা। তাদের মতে, প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর নেতৃত্বে দেশটি ক্রমেই আন্তর্জাতিক মহলে একঘরে হয়ে পড়ছে। ইসরায়েলের প্রভাবশালী দৈনিক 'মা’আরিভ'-এর বিশ্লেষক বেন ক্যাসপিট তার কলামে লিখেছেন, “নেতানিয়াহু এক অসম্ভব বিজয়ের পেছনে ছুটছেন এবং ইসরায়েলকে আন্তর্জাতিকভাবে বিচ্ছিন্ন করে দিচ্ছেন।” তিনি সতর্ক করে বলেন, “আমাদের ঐতিহ্যগত মিত্ররা মুখ ফিরিয়ে নিচ্ছে, বিশ্ব একের পর এক দরজা বন্ধ করছে, কিন্তু নেতানিয়াহু এখনও গাজার জনগণকে নির্মূল করার কল্পনায় বিভোর।” বিশ্লেষকদের মতে, নেতানিয়াহুর সরকারের কঠোর নীতির কারণে ইসরায়েল কূটনৈতিকভাবে চাপে পড়ছে এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছ থেকে ক্রমেই বিচ্ছিন্ন হয়ে পড়ছে। এমন পরিস্থিতি দীর্ঘস্থায়ী হলে মধ্যপ্রাচ্যে ইসরায়েলের অবস্থান আরও দুর্বল হতে পারে। এনএইচ/ |