‘আগামীর নেতৃত্ব প্রতিষ্ঠায় ছাত্র জমিয়তকে কাজ করতে হবে’
প্রকাশ:
২০ মে, ২০২৫, ০৪:৪৩ দুপুর
নিউজ ডেস্ক |
![]()
ছাত্র জমিয়ত বাংলাদেশ সিলেট মহানগরের উদ্যোগে থানা ও প্রতিষ্ঠান দায়িত্বশীল ও কর্মীদের নিয়ে সাধারণ সভা সোমবার (১৯ মে) বিকাল ৪ ঘটিকার সময় জমিয়ত মিলনায়তনে অনুষ্ঠিত হয়। শাখা সভাপতি হাফিজ জামিল আহমদের সভাপতিত্বে এবং যুগ্ম সেক্রেটারি এম ছাইফুর ও সাংগঠনিক সম্পাদক শাকির আলমের যৌথ উপাস্থাপনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য দেন- লন্ডন মহানগর জমিয়তের সভাপতি মাওলানা জসিম উদ্দিন। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন- ছাত্র জমিয়ত বাংলাদেশ হচ্ছে জমিয়তে উলামায়ে ইসলামের ভবিষ্যৎ নেতৃত্ব তৈরির পাঠশালা। আজকের ছাত্র আগামীর বাংলাদেশের হর্তাকর্তা। ছাত্ররাই এদেশের মূল সম্পদ। ২৪শের ফ্যাসিবাদ খেদাও আন্দোলনের মূল চাবিকাঠি এদেশের আপামর ছাত্র জনতার হাতে ছিলো। ছাত্র জমিয়তের প্রতিটি কর্মীকে প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ, যোগ্য, কৌশলী ও সুসংগঠিত নেতা হিসাবে গড়ে উঠতে হবে। নিয়মতান্ত্রিক কার্যক্রম পরিচালনার মাধ্যমে রাষ্ট্র পরিচালনার প্রাথমিক প্রশিক্ষণ ছাত্র জমিয়ত থেকে নিয়ে রাখতে হবে। এছাড়াও তিনি ছাত্র জমিয়তের সদস্য সংগ্রহ করার জন্য উদাত্ত আহবান জানান। বিশ্বজুড়ে জমিয়তের কার্যক্রমের সংক্ষিপ্ত বিবরণী পেশ করে উপস্থিত ছাত্র জমিয়ত কর্মীদের উৎসাহ প্রদান করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য প্রদান করেন- সিলেট মহানগর জমিয়তের যুগ্ম সম্পাদক সম্পাদক মাওলানা আহমদ সগীর সাহেব, ছাত্র জমিয়ত বাংলাদেশ সিলেট মহানগরের সাবেক সাধারণ সম্পাদক এম বেলাল আহমদ চৌধুরী, সাবেক সাধারণ সম্পাদক ইমরান হোসাইন। প্রদান বক্তা হিসাবে বক্তব্য রাখেন ছাত্র জমিয়ত বাংলাদেশের সহ সাংগঠনিক সম্পাদক আমীনুল ইসলাম। বক্তারা বলেন- ছাত্র জমিয়ত বাংলাদেশ হচ্ছে রাজনীতি শেখার আদর্শ প্লাটফর্ম। নিজ নিজ সিলেবাসের পাশাপাশি ব্যক্তিগঠনের মাধ্যমে সবাইকে রাজনীতি সচেতন হিসাবে গড়ে তোলার প্রতি গুরুত্বারোপ করেন। সভায় স্বাগত বক্তব্য রাখেন- মহানগর ছাত্র জমিয়তের সাধারণ সম্পাদক আবু হানিফ সাদি। সাংগঠনিক রিপোর্ট পেশ করেন- এমসি কলেজ শাখার সাধারণ সম্পাদক হোসাইন আহমদ, জালালাবাদ থানা শাখার সভাপতি আব্দুল হালিম, মোগলাবাজার থানা শাখার সাধারণ সম্পাদক নুরুদ্দীন রফিকী, শাহপরান থানা শাখার সভাপতি শায়খুল ইসলাম, কোতোয়ালি থানা শাখার সাধারণ সম্পাদক রায়হান উদ্দিন, এয়ারপোর্ট থানা শাখার সাধারণ সম্পাদক আহনাফ আহমদ, দক্ষিণ সুরমা থানার দায়িত্বশীল আব্দুর রাহীম। দলীয় সংগীত পরিবেশন করেন- এমসি কলেজ শাখার দায়িত্বশীল রিহাদ চৌধুরী। উপস্থিত ছিলেন- ছাত্র জমিয়ত বাংলাদেশ সিলেট মহানগরের সহ সভাপতি জাকি হুসাইন, প্রচার সম্পাদক সৈয়দ আবিদুর রহমান, কওমী মাদ্রাসা বিষয়ক সম্পাদক মাসুদুর রহমান সালীম, এয়ারপোর্ট থানার সভাপতি আব্দুর রকির, শাহপরান থানার সেক্রেটারি মীর আইনুল হক, এমসি কলেজ শাখার যুগ্ম সম্পাদক ফরিদ উদ্দিন, জালালাবাদ থানার সাংগঠনিক সম্পাদক হোসাইন আহমদ, আব্দুল্লাহ আল মামুন, আদনান আহমদ প্রমুখ। এমএইচ/ |