কুতুবখালী খাল পরিষ্কার, পরিবেশবান্ধব নগরীর দাবিতে মানববন্ধন
প্রকাশ: ১৭ মে, ২০২৫, ০৭:৫২ বিকাল
নিউজ ডেস্ক

কুতুবখালী খালের ময়লা অপসারণ ও পানি নিষ্কাশনে সিটি কর্পোরেশনের অব্যবস্থাপনার প্রতিবাদে এবং যাত্রাবাড়ীকে পরিচ্ছন্ন, পরিবেশবান্ধব ও বসবাসযোগ্য নগর হিসেবে গড়ে তোলার দাবিতে আজ ১৭ মে রাজধানীর যাত্রাবাড়ীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়।

বৈষম্যবিরোধী কওমী ছাত্র আন্দোলনের উদ্যোগে আয়োজিত এই মানববন্ধনে বক্তারা বলেন, “স্বৈরাচার আমলেও যাত্রাবাড়ী যেমন অনুন্নত ছিল, বর্তমানেও অবস্থার তেমন কোনো পরিবর্তন হয়নি। এক সময়ের জুলাই গণঅভ্যুত্থানের রণক্ষেত্র যাত্রাবাড়ী আজ উন্নয়ন বৈষম্যের শিকার। আমরা আর এই বৈষম্য মেনে নেব না।”

বক্তারা আরও বলেন, কুতুবখালী থেকে ধোলাইপাড় পর্যন্ত খালের ময়লা পরিষ্কার ও সুষ্ঠু পানি নিষ্কাশনের ব্যবস্থা না করলে এই অঞ্চলের পরিবেশ ও জনস্বাস্থ্য মারাত্মক হুমকির মুখে পড়বে। তাই দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানান তারা।

মানববন্ধনে উপস্থিত ছিলেন বৈষম্যবিরোধী কওমী ছাত্র আন্দোলনের যুগ্ম আহ্বায়ক সিফাতুল্লাহ বিন হাবিবি, সংগঠক এম. হাসিবুল ইসলাম, মিডিয়া সেল সমন্বয়ক তারিক আল হুসাইনসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

এসএকে/