বগুড়ায় বাংলাদেশ খেলাফত মজলিসের দিনব্যাপী প্রশিক্ষণ মজলিস 
প্রকাশ: ১৭ মে, ২০২৫, ০৭:১২ বিকাল
নিউজ ডেস্ক

বাংলাদেশ খেলাফত মজলিস বগুড়া জেলা শাখার উদ্যোগে আজ শনিবার (১৭ মে) জেলা ও উপজেলার দায়িত্বশীল ও অগ্রসর কর্মীদের নিয়ে দিনব্যাপী প্রশিক্ষণ মজলিস অনুষ্ঠিত হয়েছে।
 
জেলা সভাপতি মাওলানা এহসানুল হকের সভাপতিত্বে জেলা সেক্রেটারি মাওলানা ইউসুফ হাবিবীর পরিচালনায় সকাল দশটায় দরসুল কোরআনের মাধ্যমে প্রশিক্ষণ মজলিস শুরু হয়। 

‘কর্মীর গুণাবলী ও কাজ, সংগঠনের নিয়মিত কাজ ও দ্বীনের মূল তিন কাজ, দ্বীন প্রতিষ্ঠার আন্দোলনে ত্যাগ ও কোরবানি, সংগঠনের লক্ষ্য-উদ্দেশ্য ও নয় দফা কর্মসূচি" এ সকল গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করেন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা আবুল হাসানাত জালালী, বাইতুল মাল সম্পাদক মাওলানা ফজলুর রহমান, জেলা নির্বাহী সভাপতি মুফতি মামুন রহমানী, মুফতি সালাউদ্দিন মাসউদ। 
সমাপনী অধিবেশনে হেদায়েতি বক্তব্য প্রদান করেন জেলা উপদেষ্টা মুফতি শফী কাসেমী।

উপস্থিত প্রশিক্ষনার্থী বৃন্দ উত্তর বাংলার প্রাণ কেন্দ্র বগুড়ায় বাংলাদেশ খেলাফত মজলিসের ব্যানারে জোরদার ইসলামী আন্দোলনের কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

এসএকে/