শিক্ষক নেবে দারুল আজহার মডেল মাদরাসা
প্রকাশ: ১৪ মে, ২০২৫, ০১:০৭ দুপুর
নিউজ ডেস্ক

দেশের ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষাপ্রতিষ্ঠান দারুল আজহার মডেল মাদরাসা মেইন ক্যাম্পাস নূরানী বিভাগের দুজন শিক্ষক নিয়োগ দেওয়া হবে। নূরানী শিক্ষা বোর্ড থেকে পূর্ণাঙ্গ প্রশিক্ষণপ্রাপ্ত ব্যক্তিদের কাছ থেকে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে।

নূরানী বিভাগে শিক্ষকতায় অভিজ্ঞতা সম্পূর্ণ ব্যক্তিগণকে অগ্রাধিকার দেওয়া হবে। পূর্ণাঙ্গ বায়োডাটা ছবি সহ নিচের হোয়াটসঅ্যাপ নাম্বারে দরখাস্ত পাঠানোর জন্য অনুরোধ করা হচ্ছে। বেতন আলোচনা সাপেক্ষে।
বি.দ্র. সাথে তেলাওয়াত এর রেকর্ড পাঠাবেন।

যোগাযোগ: -অধ্যক্ষ, দারুল আজহার মডেল মাদরাসা, বাড়ি ১৭, রোড ২০, সেক্টর ৪, উত্তরা, ঢাকা।
মোবাইল: 01919916222(whatsap)

এসএকে/