গণঅধিকার পরিষদে যোগ দিলেন বিভিন্ন দলের সহস্র নেতাকর্মী
প্রকাশ: ০৪ মে, ২০২৫, ০৮:১৫ রাত
নিউজ ডেস্ক

বিভিন্ন রাজনৈতিক দলের অন্তত এক হাজার নেতাকর্মী গণঅধিকার পরিষদে যোগ দিয়েছেন। 

শনিবার (৩ মে) ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে এই যোগদান অনুষ্ঠিত হয়। 

অনুষ্ঠানে গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর ও সাধারণ সম্পাদক মোঃ রাশেদ খান তাদের ফুল দিয়ে বরণ করে নেন। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, গণঅধিকার পরিষদে সহস্র নেতাকর্মীর যোগদান  দলটিকে আরও গতিশীল করবে।

এসময় দলের নেতৃবৃন্দরা মানবিক করিডরের সিদ্ধান্ত ও নারীবিষয়ক সংস্কার কমিশন বাতিলের দাবি করে বলেন, দেশের স্বাধীনতা-সার্বভৌমত্বের জন্য হুমকি ও ধর্মের সঙ্গে সাংঘর্ষিক সব সিদ্ধান্ত বাতিল করতে হবে। 

নেতৃবৃন্দ আরও বলেন, গণঅধিকার পরিষদ কোন দেশের দালালি মানবে না। দেশের জনগণের বিরুদ্ধের সব সিদ্ধান্তের মোকাবেলা করতে প্রস্তুত গণঅধিকার পরিষদ।

অনুষ্ঠানে জিওপি সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর আগামী জাতীয় সংসদ নির্বাচনে ৩০০ আসনে ট্রাক মার্কার প্রার্থী দেওয়ার ঘোষণা দেন।

এসময় দলটির পক্ষ থেকে ৩ দফা দাবি উত্থাপন করা হয়। দাবিগুলো হলো:

১। জুলাই-আগস্টে গণহত্যার বিচার ও আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে।
২। ঐকমত্যের ভিত্তিতে প্রয়োজনীয় রাষ্ট্র সংস্কার ও জাতীয় সনদ তৈরি করতে হবে। এতে সব দলের স্বাক্ষর সংযুক্ত থাকতে হবে।
৩। দ্রুত সময়ের মধ্যে নির্বাচনের রোডম্যাপ দিতে হবে।

এমএইচ/