ভারতের সাথে ওয়েবসাইটের যুদ্ধে জয় পাকিস্তানের
প্রকাশ:
০৪ মে, ২০২৫, ০৯:৩৭ সকাল
নিউজ ডেস্ক |
![]()
পাকিস্তানের সাবেক ফেডারেল মন্ত্রী ও সিনেটর ফয়সাল ভাওদা জানিয়েছেন, ভারতের মিডিয়া ও ওয়েবসাইট বন্ধ করে পাকিস্তান একটি শক্তিশালী বার্তা দিয়েছে, যা তিনি তুলনা করেছেন “ভারতীয় যুদ্ধবিমান ভূপাতিত করার” সঙ্গে। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বিবৃতিতে ফয়সাল ভাওদা বলেন, পাকিস্তানের সেনাপ্রধানের নেতৃত্বে প্রথম ধাপে ভারতের শীর্ষস্থানীয় ওয়েবসাইট ও টিভি চ্যানেলগুলো ব্লক করা হয়েছে।
ভাওদা আরও বলেন, “পাকিস্তান প্রতিটি পর্যায়ে ভারতের জবাব দিয়েছে এবং শিগগির আরও ভারতীয় চ্যানেলও ব্লক করা হবে। শুধু তাই নয়, পাকিস্তান ভারতের কাছ থেকে বকেয়া অর্থ সুদসহ আদায় করবে।” সাম্প্রতিক সময়ের নিরাপত্তা ও মিডিয়া-সংক্রান্ত অভিযোগ-প্রতিআভিযোগের প্রেক্ষাপটে পাকিস্তান ও ভারতের মধ্যে উত্তেজনা বৃদ্ধির মধ্যেই এই পদক্ষেপ নেওয়া হলো। |