বায়তুল মোকাদ্দাস বিজয় – সালাহউদ্দিন আইয়ুবির ঐতিহাসিক জয়
প্রকাশ:
০৪ মে, ২০২৫, ০৮:১৫ সকাল
নিউজ ডেস্ক |
![]()
ইতিহাসের পাতায় এক গৌরবময় দিন – ২ অক্টোবর ১১৮৭ খ্রিষ্টাব্দ। পটভূমি: ১০৯৯ খ্রিস্টাব্দে প্রথম ক্রুসেড যুদ্ধের মাধ্যমে খ্রিস্টান বাহিনী বায়তুল মোকাদ্দাস দখল করে নেয়। সালাহউদ্দিনের উত্থান: সালাহউদ্দিন আইয়ুবি ছিলেন একজন গভীর ধার্মিক, ন্যায়পরায়ণ ও দূরদর্শী সেনাপতি।তিনি ধাপে ধাপে ক্রুসেডারদের বিভিন্ন ঘাঁটি দখল করে এগিয়ে যান। হট্টিনের যুদ্ধ (Battle of Hattin) – ৪ জুলাই ১১৮৭: এই যুদ্ধ ছিল ক্রুসেডারদের বিরুদ্ধে সবচেয়ে বড় বিজয়।
বায়তুল মোকাদ্দাস পুনরুদ্ধার – ২ অক্টোবর ১১৮৭: মুসলিম বাহিনীর ঘেরাও ও চাপে খ্রিস্টানরা আত্মসমর্পণে বাধ্য হয়। কিন্তু সালাহউদ্দিন প্রতিশোধ না নিয়ে ক্ষমা ও মানবতার উদাহরণ স্থাপন করেন। নিরীহ জনগণকে নিরাপদে চলাফেরা ও শহর ত্যাগের সুযোগ দেন, যা সেই সময় বিরল ঘটনা ছিল। এনএইচ/ |