বাহারি ডিজাইনের জুতা তৈরি করলেন আস-সুন্নাহর প্রশিক্ষণার্থীরা
প্রকাশ:
৩০ এপ্রিল, ২০২৫, ০৪:৪২ দুপুর
নিউজ ডেস্ক |
![]()
বিশিষ্ট দাঈ শায়খ আহমাদুল্লাহ প্রতিষ্ঠিত আস-সুন্নাহ ফাউন্ডেশন বিভিন্ন বিষয়ে কারিগরি প্রশিক্ষণ কোর্স পরিচালনা করছে। এর অংশ হিসেবে ফুটওয়্যার কোর্সের প্রশিক্ষণার্থীরা বিভিন্ন ডিজাইনের জুতা তৈরি করে তাক লাগিয়ে দিয়েছে। বুধবার (৩০ এপ্রিল) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে আস-সুন্নাহ ফাউন্ডেশনের ভেরিফায়েড পেইজে তাদের তৈরিকৃত জুতার ছবি প্রকাশ করা হয়েছে। অনেকে তাদের এই উদ্যোগের প্রশংসা করছেন। আস-সুন্নাহর ফুটওয়্যার কোর্সের প্রশিক্ষণার্থীদের তৈরি এসব জুতা হাত পাকানোর জন্য বানানো হয়েছে বলেও উল্লেখ করা হয়েছে। এছাড়া এগুলো বিক্রির উদ্দেশ্যে নয় এবং আসল চামড়াও ব্যবহৃত হয়নি বলে পোস্টের মন্তব্যের ঘরে জানানো হয়েছে। এর আগে আস-সুন্নাহ ফাউন্ডেশনের আওতায় নারীদের হস্তশিল্পের প্রশিক্ষণ দেওয়া হয়। সেই পণ্য বাজারজাতও করা হয়। এ ছাড়া ড্রাইভিং প্রশিক্ষণও দেওয়া হয়েছে এই সংস্থার মাধ্যমে। এমএইচ/ |