সকালবেলায় ৩টি ছোট সূরা যা আপনাকে দিনভর বিপদ থেকে রক্ষা করে
প্রকাশ:
৩০ এপ্রিল, ২০২৫, ০৮:৩৯ সকাল
নিউজ ডেস্ক |
![]()
নাজমুল হাসান আমরা প্রতিদিন নানা রকম বিপদ, কষ্ট ও শয়তানের প্ররোচনার মধ্যে দিন অতিবাহিত করি। ইসলামে সকাল ও সন্ধ্যায় কিছু নির্দিষ্ট দোয়া ও সূরা পাঠ করার গুরুত্ব দেওয়া হয়েছে, যার দ্বারা আল্লাহর হেফাজত লাভ করা যায়। হাদীস শরীফ অনুযায়ী এমন ৩টি ছোট সূরা আছে, যা প্রতিদিন সকালে পাঠ করলে আল্লাহ তাআলা বান্দাকে দিনভর নিরাপদ রাখেন। ১. সূরা ইখলাস (قُلْ هُوَ ٱللَّهُ أَحَدٌ) ২. সূরা ফালাক (قُلْ أَعُوذُ بِرَبِّ ٱلْفَلَقِ) ৩. সূরা নাস (قُلْ أَعُوذُ بِرَبِّ ٱلنَّاسِ) কীভাবে পড়বেন: এনএইচ/ |