রোহিঙ্গা নারীকে জন্মসনদ দেওয়ায় রংপুরে ইউপি চেয়ারম্যান সাময়িক বরখাস্ত
প্রকাশ:
২৯ এপ্রিল, ২০২৫, ০৯:৩১ সকাল
নিউজ ডেস্ক |
![]()
রংপুরের বদরগঞ্জ উপজেলার দামোদরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ আবু বকর সিদ্দীককে সাময়িক বরখাস্ত করা হয়েছে। গতকাল সোমবার রংপুর জেলা প্রশাসক কার্যালয়ের স্থানীয় সরকার শাখার সহকারী কমিশনার মাহমুদুল হাসান স্বাক্ষরিত এক চিঠিতে ওই তথ্য জানা গেছে। মুঠোফোনে এর সত্যতা নিশ্চিত করেছেন মাহমুদুল হাসান। এক রোহিঙ্গা নারীকে জন্মসনদ দেওয়ার অভিযোগে শেখ আবু বকর সিদ্দীকের বিরুদ্ধে এ ব্যবস্থা নেওয়া হয়েছে। একই সঙ্গে তাঁকে চূড়ান্তভাবে অপসারণের জন্য কারণ দর্শানোর নোটিশ দিয়ে ১০ কার্যদিবসের মধ্যে জবাব চাওয়া হয়েছে। ওই চিঠিতে উল্লেখ করা হয়েছে, ‘বদরগঞ্জ উপজেলার দামোদরপুর ইউনিয়নের চেয়ারম্যান শেখ আবু বকর সিদ্দীক উম্মেকলিমা নামের এক রোহিঙ্গা নাগরিককে জন্মসনদ দিয়েছেন। তদন্তে সুস্পষ্টভাবে তা প্রমাণিত হয়েছে। স্থানীয় সরকার বিভাগ থেকে আপনাকে (আবু বকর সিদ্দীক) ১৭ এপ্রিল সাময়িক বরখাস্ত করা হয়েছে। স্থানীয় সরকার ইউনিয়ন পরিষদ আইন, ২০০৯–এর ৩৪ (৪)(খ)(ঘ) ধারায় অপরাধ সংঘটিত করায় আপনার পদ থেকে আপনাকে কেন অপসারণ করা হবে না, তা পত্র পাওয়ার ১০ কার্যদিবসের মধ্যে রংপুর জেলা প্রশাসকের মাধ্যমে স্থানীয় সরকার বিভাগে জবাব দিতে বলা হয়েছে।’ এ ব্যাপারে দামোদরপুর ইউপির চেয়ারম্যান শেখ আবু বকর সিদ্দীক বলেন, ‘আমি কোনো রোহিঙ্গা নাগরিককে জন্মসনদ দিইনি। স্থানীয় সরকার বিভাগ থেকে আমাকে সাময়িক বরখাস্ত করার খবর জানার পরেই আমি হাইকোর্টের দ্বারস্থ হয়েছি।’ এনএইচ/ |