৩ মের মহাসমাবেশ সফল করতে হেফাজত আমিরের আহ্বান
প্রকাশ:
২৮ এপ্রিল, ২০২৫, ০৬:২৬ বিকাল
নিউজ ডেস্ক |
![]()
আগামী ৩ মে, ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে ৫ দফা দাবিতে অনুষ্ঠিত হতে যাচ্ছে হেফাজতে ইসলাম বাংলাদেশের মহাসমাবেশ। দেশবাসীকে এই মহাসমাবেশ সফল করার আহ্বান জানিয়েছেন হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির, আল্লামা মুহিবুল্লাহ বাবুনগরী। আল্লামা মুহিবুল্লাহ বাবুনগরী বলেছেন, নারীবিষয়ক সংস্কার কমিশনের প্রস্তাবনা বাতিল এবং সংবিধানে আল্লাহ ও আল্লাহর রাসূলের (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) ওপর পূর্ণ বিশ্বাস ও আস্থা পুনর্বহালের দাবিতে ৩ মে ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে এই মহাসমাবেশ অনুষ্ঠিত হবে। সমাবেশ সফল করার গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, "সমাবেশ সফল করা সকলের উপর ঈমানি দায়িত্ব।" উল্লেখ্য, উপমহাদেশের সর্ববৃহৎ অরাজনৈতিক সংগঠন হেফাজতে ইসলাম বাংলাদেশ আগামী ৩ মে মহাসমাবেশের ডাক দিয়েছে। সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়েছে, রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে শনিবার সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত এই মহাসমাবেশ চলবে। এতে সারাদেশ থেকে হেফাজতে ইসলামের নেতাকর্মী ও সমর্থকরা অংশগ্রহণ করবেন। হেফাজতে ইসলামের ঘোষিত ৫ দফা দাবিগুলো হলো: ১. ফ্যাসিবাদের আমলে দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহার ও গণহত্যার বিচার। এমএইচ/ |