নারী সংস্কার কমিশনের ইসলামফোবিয়া নিয়ে জাতীয় সেমিনার ৩০ এপ্রিল
প্রকাশ: ২৪ এপ্রিল, ২০২৫, ০৭:৫৫ বিকাল
নিউজ ডেস্ক

সম্প্রতি প্রধান উপদেষ্টার কাছে নারী বিষয়ক সংস্কার কমিশন যে প্রতিবেদন জমা দিয়েছে এর মধ্যে অনেক ধারা সরাসরি কুরআন-সুন্নাহ পরিপন্থী। শুরু থেকেই এই কমিশনের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে আসছেন আলেমরা। এবার এই ইস্যুতে জাতীয় সেমিনারের আয়োজন করা হয়েছে। 

জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ এই সেমিনারের আয়োজন করেছে। আগামী ৩০ এপ্রিল বুধবার সকার ৯টা থেকে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে এই সেমিনার অনুষ্ঠিত হবে।

জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের সভাপতি মাওলানা নুরুল হুদা ফয়েজির সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে বক্তব্য দেবেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও পীর সাহেব চরমোনাই মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম, জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান, বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক, খেলাফত মজলিসের মহাসচিব ড. আহমদ আবদুল কাদের, জমিয়তে উলামায়ে ইসলামের মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী, ইসলামী ঐক্যজোটের মহাসচিব মাওলানা সাখাওয়াত হোসাইন রাজী , এবি পার্টির চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু এবং গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর। 

এছাড়া স্থানীয় ওলামায়ে কেরাম এবং জাতীয় নেতৃবৃন্দ বক্তব্য দেবেন। প্রবন্ধ উপস্থাপন করবেন আইএফএ কনসালটেন্সি লিমিটেডের পরিচালক মুফতি আব্দুল্লাহ মাসুম। 

এই সেমিনারে সবাইকে অংশগ্রহণের আহ্বান জানিয়েছেন জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের মহাসচিব মাওলানা রেজাউল কারীম আবরার।

এমএইচ/