নারী কমিশন বিলুপ্তির দাবি বাংলাদেশ কুরআন শিক্ষা বোর্ডের
প্রকাশ: ২৪ এপ্রিল, ২০২৫, ০৪:১৬ দুপুর
নিউজ ডেস্ক

নারী বিষয়ক সংস্কার কমিশনের সাম্প্রতিক প্রস্তাবনাকে কেন্দ্র করে ধর্মীয় মহলে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। বাংলাদেশ কুরআন শিক্ষা বোর্ড, ঢাকা মহানগর উত্তর এক বিবৃতিতে এই কমিশনের বিলুপ্তি ও প্রস্তাবিত সংস্কার প্রতিবেদন বাতিলের দাবি জানিয়েছে।

গতকাল বুধবার (২৩ এপ্রিল), বাদ এশা মিরপুর শাহ আলীস্থ মদিনাতুল উলুম মাদরাসার মিলনায়তনে বোর্ডের মাসিক সভায় সভাপতির বক্তব্যে মুফতী আবুল কালাম আজাদ আনোয়ারী বলেন, “নারী বিষয়ক সংস্কার কমিশন ইসলামকে নারী সমাজের প্রতিপক্ষ এবং রাষ্ট্রের মুখোমুখি দাঁড় করানোর ষড়যন্ত্রে লিপ্ত। এদেশের ধর্মীয় মূল্যবোধ ও পারিবারিক কাঠামো ধ্বংস করাই তাদের মূল উদ্দেশ্য।”

তিনি আরও বলেন, “এটি একটি নীতি-আদর্শহীন সমাজবিধ্বংসী চক্র, যারা আবহমানকাল ধরে চলে আসা এদেশের সাংস্কৃতিক ও ধর্মীয় ঐতিহ্য ভাঙতে চায়।”

সভাটি পরিচালনা করেন বোর্ডের সেক্রেটারি মুফতি মোঃ মাছউদুর রহমান। এতে উপস্থিত ছিলেন মুফতি জামাল উদ্দিন পিরোজপুরী, মাওলানা মিজানুর রহমান মাদারীপুরী, মুফতি আবু সাঈদ সিদ্দিকী, হাফেজ মাওলানা আসাদুল্লাহ গালিব, নাজির আহমদ তালুকদার, বশির আল হাবিব, ইয়াসিন মাতবর, হাফেজ নেছার আহমদ প্রমুখ।

সভায় অন্যান্য বক্তারাও বলেন, “কমিশনের প্রস্তাবনার মধ্যে সমকামী, উভকামী, ট্রান্সজেন্ডার তথা এলজিবিটিকিউ মতবাদকে সমাজে স্বীকৃতি দেওয়ার দুরভিসন্ধি স্পষ্ট।”

তারা অভিযোগ করেন, “বেশ্যাবৃত্তিকে একটি পেশা হিসেবে স্বীকৃতি দেওয়ার প্রস্তাবনা নারীত্বের চরম অবমাননা এবং অশ্লীলতার বৈধতা দেওয়ার শামিল।”

বক্তারা একমত হন যে, "এই বিতর্কিত কমিশনের কার্যক্রম সমাজে বিশৃঙ্খলা ও বিভ্রান্তি ছড়াতে পারে। তাই সরকারকে অবিলম্বে কমিশন বিলুপ্ত এবং তাদের প্রতিবেদন বাতিল করতে হবে।"

সভা শেষে শাহ আলী থানা শাখার নতুন কমিটি ঘোষণা করা হয়। এতে মুফতি জামাল উদ্দিন পিরোজপুরী সভাপতি এবং হাফেজ বশির আল হাবিব সেক্রেটারি হিসেবে মনোনীত হন।

এমএইচ/