গাজায় শারীরিক অক্ষমতার ঝুঁকিতে ৬ লাখ শিশু
প্রকাশ:
২৩ এপ্রিল, ২০২৫, ১০:৫৪ দুপুর
নিউজ ডেস্ক |
![]()
ইসরায়েল অব্যাহতভাবে গাজায় ওষুধ সামগ্রী প্রবেশ বন্ধ করে দেয়ায় প্রায় অর্ধ মিলিয়নের বেশি শিশু স্বাস্থ্য ঝুঁকিতে রয়েছে। শঙ্কা রয়েছে বিভিন্ন রোগ-বালাইয়ের। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে ওষুধ সামগ্রীর মধ্যে পোলিও ভ্যাকসিনও প্রবেশ করতে দেয়া হচ্ছে না। খবর আল জাজিরা
পোলিও অভিযান স্থগিত করার ‘প্রকৃত বিপর্যয়ের’ জন্য সতর্ক করেছেন ওই কর্মকর্তা। তিনি বলেন, ‘পোলিও ভ্যাকসিন অবিলম্বে সকল শিশুর কাছে না পৌঁছালে আমরা একটি সত্যিকারের বিপর্যয় আশা করছি।’ খলিল দেকরান আরও বলেন, ‘শিশু ও রোগীদের রাজনৈতিক ব্ল্যাকমেইলের কার্ড হিসাবে ব্যবহার করা উচিত নয়। গত ২মার্চ ইসরায়েলের আরোপিত অবরোধ গাজায় ভ্যাকসিনসহ সমস্ত চিকিৎসা সরবরাহের প্রবেশে বাধা দিয়েছে এবং প্রায় ৬ লাখ ২ হাজার শিশুকে স্থায়ী পক্ষাঘাত এবং দীর্ঘস্থায়ী অক্ষমতার ঝুঁকিতে ফেলেছে।’ গত বছর গাজায় ২০ বছরেরও বেশি সময়ের মধ্যে প্রথমবারের মতো পুনরায় আবির্ভূত হয়েছিল পোলিও। একটি ১০ মাস বয়সী শিশু আক্রান্ত হয়েছিল এই রোগটিতে। তারপর থেকে, জাতিসংঘ, ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় এবং অন্যান্য সংস্থাগুলো গত বছরের সেপ্টেম্বর, অক্টোবরে এবং চলতি বছরের ফেব্রুয়ারিতে তিন দফা টিকাদান করেছে। এনএইচ/ |