ফের হাসপাতালে আল্লামা সুলতান যওক নদভী, দোয়া কামনা
প্রকাশ: ২০ এপ্রিল, ২০২৫, ০৩:৪৮ দুপুর
নিউজ ডেস্ক

আবারও গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন দেশের অন্যতম শীর্ষ আলেম, আরবি ভাষাবিদ, চট্টগ্রামের দারুল মাআরিফ মাদরাসার মহাপরিচালক আল্লামা সুলতান যওক নদভী। তিনি বার্ধক্যজনিত নানা সমস্যায় ভুগছিলেন। প্রায় ৮৬ বছর বয়সী এই আলেমে দীন এর আগেও কয়েকবার হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নেন। 

রোববার (২০ এপ্রিল) আল্লামা সুলতান যওক নদভীর ব্যক্তিগত সহকারী (পিএস) শাহেদুল ইসলাম আওয়ার ইসলামকে জানান, দেশের বর্ষীয়ান এই আলেম দুই দিন ধরে চট্টগ্রাম এভারকেয়ার হাসপাতালে ভর্তি আছেন। তিনি মেডিসিন বিশেষজ্ঞ ডা. রেজাউল করীমের তত্ত্বাবধানে চিকিৎসা নিচ্ছেন।  

পিএস জানান, তাঁর প্রেশার ওঠানামা করছিল। এছাড়া সোডিয়াম লেভেল নিচে নেমে গেছে। ইনফেকশনজনিত কিছু সমস্যাও আছে। হাসপাতালে ভর্তির ওপর অবস্থা স্থিতিশীল থাকলেও তেমন কোনো উন্নতি হয়নি। 

আল্লামা সুলতান যওক নদভীর জন্য দেশবাসীর কাছে দোয়া কামনা করেছেন তাঁর পরিবারের সদস্য এবং ভক্ত-অনুরাগীরা। 
এর আগে গত ফেব্রুয়ারিতে একবার গুরুতর অসুস্থ হয়ে পড়লে আল্লামা সুলতান যওক নদভীকে ঢাকায় এনে ধানমন্ডির পপুলার হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। গত বছরের ডিসেম্বরেও একবার তিনি হাসপাতালে ভর্তি হন। তখন চট্টগ্রাম এভারকেয়ার হাসপাতালে তাঁর চিকিৎসা চলে। 

আল্লামা সুলতান যওক নদভী হেফাজতে ইসলাম বাংলাদেশের প্রধান উপদেষ্টা, আঞ্জুমানে ইত্তেহাদুল মাদারিস বাংলাদেশের সভাপতি, জামেয়া দারুল মাআরিফ আল ইসলামিয়ার প্রতিষ্ঠাতা ও মহাপরিচালক এবং বিশ্ব মুসলিম লিগের বাংলাদেশ শাখার প্রধান। আরবি ভাষায় দক্ষতা ও সাহিত্য অবদানের জন্যে দেশে-বিদেশে তাঁর ব্যাপক পরিচিতি রয়েছে।

এমএইচ/