শ্রমিক মজলিসের সভাপতি আবদুল করিম, সাধারণ সম্পাদক এরশাদ
প্রকাশ: ১৮ এপ্রিল, ২০২৫, ০৭:১৯ বিকাল
নিউজ ডেস্ক

খেলাফত মজলিসের অঙ্গ সংগঠন শ্রমিক মজলিসের ২০২৫-২৬ সেশনের কেন্দ্রীয় কমিটি পুনর্গঠন করা হয়েছে। এতে প্রভাষক আবদুল করিম কেন্দ্রীয় সভাপতি এবং এইচ.এম এরশাদ সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। 

শুক্রবার (১৮ এপ্রিল) শ্রমিক মজলিসের কেন্দ্রীয় পরামর্শ পরিষদের প্রথম অধিবেশন রাজধানীতে অনুষ্ঠিত হয়। এতে পরামর্শ পরিষদ সদস্যদের প্রত্যক্ষ ভোটে কেন্দ্রীয় সভাপতি হিসেবে নির্বাচিত হন প্রভাষক মুহাম্মদ আবদুল করিম এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হন এইচ এম এরশাদ।

নির্বাচিত সভাপতি এবং সাধারণ সম্পাদককে শপথ পাঠ করান খেলাফত মজলিসের মহাসচিব ড. আহমদ আব্দুল কাদের।
নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব মুহাম্মদ মুনতাসির আলী, ড. মোস্তাফিজুর রহমান ফয়সাল ও অধ্যাপক মুহাম্মদ আব্দুল জলিল। 

অধিবেশনে ২৩ সদস্য বিশিষ্ট কেন্দ্রীয় নির্বাহী কমিটি নির্বাচন করা হয়।

এসএকে/