নামাজ আদায়ের স্থান পবিত্র হওয়া আবশ্যক
প্রকাশ:
১৫ এপ্রিল, ২০২৫, ০৫:২৮ বিকাল
নিউজ ডেস্ক |
![]()
|| মোহাম্মাদ হুজাইফা || প্রাপ্তবয়স্ক প্রতিটি মুসলমানের জন্য দিনে পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করা ফরজ। এই পাঁচ ওয়াক্ত নামাজ হলো—ফজর, যোহর, আসর, মাগরিব ও ইশা। এছাড়াও হাদিসে তাহাজ্জুদ, ইশরাক, আওয়াবিনসহ বহু নফল নামাজের কথা উল্লেখ করা হয়েছে। নামাজ সহিহ হওয়ার অন্যতম শর্ত হলো—নামাজ আদায়ের স্থান পবিত্র হতে হবে। যদি জায়গাটি অপবিত্র হয়, তবে সেই নামাজ শুদ্ধ হবে না এবং তা পুনরায় আদায় করতে হবে। এক্ষেত্রে প্রশ্ন উঠতে পারে—নামাজ কোথায় আদায় করা যাবে? হাদিসে এ বিষয়ে পরিষ্কার নির্দেশনা পাওয়া যায়। আবু হুরায়রা (রা.) থেকে বর্ণিত—রাসুলুল্লাহ (সা.) বলেছেন, “আমাকে ছয়টি বিষয়ে অন্যান্য নবীগণের তুলনায় শ্রেষ্ঠত্ব দেওয়া হয়েছে: এই হাদিস থেকে বোঝা যায়, সমগ্র জমিনই মূলত নামাজের উপযোগী ও পবিত্র। তবে যেখানে স্পষ্টভাবে নাপাক বা অপবিত্র বস্তু রয়েছে, সেখানে নামাজ আদায়ের আগে স্থানটি পরিষ্কার করে নেওয়া জরুরি। আর যদি সেই অপবিত্রতা শুকিয়ে অদৃশ্য হয়ে যায়, তবে সেখানে নামাজ আদায় করা যাবে। তবে কিছু নির্দিষ্ট স্থানে নামাজ আদায় করা নিষেধ। আবু সাইদ খুদরি (রা.) থেকে বর্ণিত—রাসুলুল্লাহ (সা.) বলেছেন, “সমগ্র জমিনই নামাজের স্থান, তবে কবরস্থান ও গোসলখানায় নামাজ আদায় করা যাবে না।” (তিরমিজি, হাদিস: ৩১৭) অন্য বর্ণনায় আরও কিছু স্থান উল্লেখ করা হয়েছে, যেমন: উটের বাসস্থান, ডাস্টবিন, ও কসাইখানা। তদুপরি, এমন কোনো স্থানে নামাজ আদায় করা মাকরুহ, যেখানে মানুষের চলাচলে বিঘ্ন ঘটে বা অন্যদের কষ্ট হয়। এমএইচ/ |