বাসা থেকে সাংবাদিককে তুলে নিয়ে গেল দখলদার বাহিনী
প্রকাশ: ১০ এপ্রিল, ২০২৫, ০১:৪১ দুপুর
নিউজ ডেস্ক

ফিলিস্তিনের পশ্চিম তীরে ব্যাপক ধরপাকড় চালিয়েছে দখলদার ইসরায়েলি বাহিনী। এ সময় নাবলুসের পুরাতন শহরে নিজ বাড়ি থেকে ফিলিস্তিনি সাংবাদিক সামের খুওয়াইরাকে ধরে নিয়ে গেছে তারা।

বৃহস্পতিবার (১০ এপ্রিল) ভোরে অধিকৃত পশ্চিম তীরের নাবলুসে অভিযান চালায় বেনিয়ামিন নেতানিয়াহুর বাহিনী। এ সময় আচমকা সামেরের বাড়িতে ঢুকে পড়ে তাকে অজানা স্থানে নিয়ে গেছে বলে জানিয়েছে আন্তর্জাতিক গণমাধ্যম আলজাজিরা।

সামের খুওয়াইরা ফিলিস্তিনের সুপরিচিত সাংবাদিক। তিনি কুদস টিভি চ্যানেলে কাজ করা ছাড়াও মিডল ইস্ট আই, আলজাজিরা, আনাদোলু এজেন্সিকে গুরুত্বপূর্ণ তথ্য সরবরাহ করে আসছেন। জীবনকে ঝুঁকিতে ফেলে ফিলিস্তিনিদের ওপর দমন-পীড়নের খবর সংগ্রহ করে আসছিলেন তিনি। নানা বাধা সত্ত্বেও সেসব বিশ্বকে জানানোর প্রচেষ্টার কারণে তিনি নাবলুসে সমাদৃত।

সামের খুওয়াইরাকে ধরে নিয়ে যাওয়ার খবর কুদস নিউজ নেটওয়ার্কও নিশ্চিত করেছে। তারা এ সংক্রান্ত একটি ভিডিও প্রকাশ করে। তবে সামেরকে কোথায় নেওয়া হয়েছে বা কোথায় রাখা হয়েছে তা এখনও অজানা।
পাশাপাশি একই সময় ইসরায়েলি সেনাবাহিনী নিকটবর্তী বালাতা শরণার্থী শিবিরে অনুপ্রবেশ করে তাণ্ডব চালায়। তারা বাড়ি থেকে ফিলিস্তিনের বের করে দেয় এবং বেশ কয়েকজনকে চোখ বেঁধে নিয়ে যায়।

ইসরায়েলি বাহিনী এরমধ্যে নাবলুসের পুরাতন শহরেও হামলা চালিয়েছে। আজাজ মসজিদের সামনে সামরিক যানবাহন মোতায়েন করা হয়েছে এবং গ্রেট সালাহ আল-দীন মসজিদের চারপাশ স্থল বাহিনী ঘিরে রেখেছে।
স্থানীয় গণমাধ্যম সূত্রে জানা গেছে, পুরাতন শহরের আকাবা পাড়ায় একটি ফিলিস্তিনি বাড়িতেও অভিযান চালানো হয়েছে। তবে সেখানে দখলদার আচরণ কেমন ছিল তা তাৎক্ষণিক জানা যায়নি।

উল্লেখ্য, গত মাসে, ইসরায়েলি বাহিনী পুরাতন শহরের বেশ কয়েকটি মসজিদ তল্লাশি করে এবং লুটপাট চালায়। এ নিয়ে শহরগুলোতে উত্তেজনা বিরাজ করছে।

এমএম/