আরব শেখরা চুপ, গাজার জন্য কাঁদছে মার্কিনিরা
প্রকাশ:
০৬ এপ্রিল, ২০২৫, ০৪:৩০ দুপুর
নিউজ ডেস্ক |
![]()
গাজায় ক্রমাগত ইসরায়েলি হামলার মধ্যেও নিশ্চুপ মধ্যপ্রাচ্যের আরব শেখরা। কিন্তু গাজাবাসীর জন্য কাঁদছে মার্কিনিরা। তাই হাজার হাজার কিলোমিটার দূরে যুক্তরাষ্ট্রে গাজাবাসীর সমর্থনে মিছিল হয়েছে। ওই মিছিলে ইসরায়েলি হামলা এবং এতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সমর্থনের নিন্দা জানানো হয়। ফিলিস্তিনি পতাকা ও গাজায় গণহত্যা বন্ধের প্ল্যাকার্ড নিয়ে বিক্ষোভ করে মার্কিনিরা। এসময় গাজাকে বাঁচতে দাও এমন স্লোগানও ওঠে। গেল ৭ অক্টোবর থেকে গাজায় নিহত ফিলিস্তিনিদের নামের তালিকা সংবলিত একটি বড় ব্যানারও দেখা যায় বিক্ষোভকারীদের হাতে। হোয়াইট হাউস শুক্রবার জানায়, সোমবার ওয়াশিংটন ডিসিতে আসবেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ওই সফরে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠক করবেন তিনি। সেখানে ইসরায়েলের ওপর আরোপ করা যুক্তরাষ্ট্রের ১৭ শতাংশ শুল্ক নিয়ে আলোচনা হতে পারে। গাজার তুফফায় একটি স্কুলে আশ্রয় নেওয়া শরণার্থীদের ওপর বৃহস্পতিবার বিমান হামলা চালায় ইসরায়েল। এতে অন্তত ৩১ জন নিহত ও শতাধিক মানুষ আহত হয়। এরপরই বিক্ষোভ-প্রতিবাদে রাস্তায় নামে মার্কিনিরা। এসএকে/ |