আজ থেকে ভর্তি শুরু দারুল উলুম রামপুরায়
প্রকাশ: ০৬ এপ্রিল, ২০২৫, ০২:৫৩ দুপুর
নিউজ ডেস্ক

রাজধানীর অন্যতম শীর্ষ দ্বীনি শিক্ষাপ্রতিষ্ঠান রামপুরার বনশ্রীতে অবস্থিত জামিয়া আযমিয়া দারুল উলুম রামপুরা বনশ্রী মাদরাসা। মাদরাসাটির মুহতামিম প্রখ্যাত আলেমে দ্বীন মাওলানা ইয়াহইয়া মাহমূদ।

মাদরাসায় বুখারী শরীফের দরস প্রদান করেন শাইখুল হাদীস আল্লামা উবাইদুল্লাহ ফারুক (শাইখুল হাদীস, দারুল উলূম রামপুরা ও জামিয়া মাদানিয়া বারিধারা, ঢাকা) ও  তিরমিজি শরীফের দরস প্রদান করেন মাওলানা মুফতি মকবুল হুসাইন (সাবেক নাযিমে তালিমাত, জামিয়া মাদানিয়া বারিধারা, ঢাকা)।

ইফতার তত্ত্বাবধায়ক হিসাবে আছেন মুফতি হাফিজুদ্দীন (নায়েবে মুহতামিম, জামিয়া শারইয়্যাহ মালিবাগ, ঢাকা)।

সম্প্রতি মাদরাসার ভর্তি বিজ্ঞপ্তিতে জানা যায় । ১৪৪৬/৪৭ হিজরির ভর্তি শুরু হয়েছে আজ (৭ শাওয়াল ) থেকে ।

যেসব বিভাগে ভর্তি চলছে :

মক্তব
হিফজ
ইবতেদায়ী-তাকমীল
ইফতা (এক বছর)

যে কারণে অনন্য প্রতিষ্ঠানটি: 

অভিজ্ঞ ও দক্ষ উস্তাদগণের সার্বক্ষণিক নেগরানিতে বেড়ে ওঠার সুযোগ।
নিজস্ব ভবনে নিরিবিলি মনোরম পরিবেশে পাঠদান।
মানসম্মত খাবার পরিবেশন।
মেধাবী অসহায় ছাত্রদের এমদাদি খানার সুব্যবস্থা।

যোগাযোগ : ০১৭২১৯৪০৯৪৮, ০১৭২৮৭৭৭০৭৭, ০১৮১৯২১৯৩৭৪

ঠিকানা : ঢাকার যেকোনো স্থান থেকে বাস/সিএনজি যোগে ৩৮৪/২ টিভি রোড, রামপুরা, ঢাকা (টিভি সেন্টারের পিছনে)।