পদ্মায় নিখোঁজের ১৬ ঘণ্টা পর স্বামী-স্ত্রীর লাশ উদ্ধার
প্রকাশ:
০৫ এপ্রিল, ২০২৫, ০১:৩১ দুপুর
নিউজ ডেস্ক |
![]()
পাবনার সুজানগরে পদ্মা নদীতে বেড়াতে গিয়ে নৌকাডুবির ১৬ ঘণ্টা পর নিখোঁজ স্বামী-স্ত্রীর লাশ উদ্ধার করেছে নৌ পুলিশ ও ডুবুরিদল। আজ শনিবার (৫ এপ্রিল) সকাল ১০টায় তাদের মরদেহ উদ্ধার করা হয়। গতকাল শুক্রবার (৪ এপ্রিল) বিকেল ৬টার দিকে নৌকাডুবির ঘটনা ঘটে। নিহতরা হলেন— পাবনা সদর উপজেলার কোলচরী গ্রামের দুলাল প্রামাণিকের ছেলে হৃদয় প্রামাণিক (২৩) ও তার স্ত্রী মৌ আক্তার (১৯)। পুলিশ ও স্থানীয়রা জানায়, গতকাল শুক্রবার বিকেলে সুজানগর উপজেলার সাতবারিয়ায় কাঞ্চন পার্কে পদ্মা নদী এলাকায় দর্শনার্থীদের ভিড় জমে। অধিকাংশ দর্শনার্থী শ্যালো ইঞ্জিনচালিত নৌকায় চড়ে নদীতে ভ্রমণ করে। অন্যদের মতো নিহত স্বামী-স্ত্রীসহ আরো ২০ থেকে ২৫ জন শ্যালো ইঞ্জিনচালিত নৌকায় ওঠেন। নৌকাটি নদীর মাঝখানে পৌঁছলে হঠাৎ স্রোতে ডুবে যায়। এ সময় স্থানীয়দের সহায়তায় সবাই নদী পার হতে পারলেও স্বামী-স্ত্রী নিখোঁজ হন। এসএকে/ |