হেফাজতে ইসলামের নায়েবে আমীরের মৃত্যুতে এনসিপির শোক প্রকাশ
প্রকাশ:
০৪ এপ্রিল, ২০২৫, ০৬:৪৭ বিকাল
নিউজ ডেস্ক |
![]()
বাংলাদেশ খেলাফত আন্দোলনের আমীর এবং হেফাজতে ইসলামের বাংলাদেশের নায়েবে আমীর মাওলানা ক্বারি শাহ আতাউল্লাহ ইবনে হাফেজ্জী (রহ.) আজ সকাল ১১টায় ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন) তাঁর ইন্তেকালে শোক প্রকাশ করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। আজ জাতীয় নাগরিক পার্টির যুগ্ম সদস্যসচিব সালেহ উদ্দিন সিফাত স্বাক্ষরিত এক শোকবার্তার মাধ্যমে এই শোক প্রকাশ করা হয়। শোকবার্তায় বলা হয়, মাওলানা ক্বারি শাহ আতাউল্লাহ ইবনে হাফেজ্জীর মৃত্যু আলেমদের জন্য অপূরণীয় শূন্যতা তৈরি করেছে। ওই শোকবার্তায় মরহুমের আত্মার মাগফিরাত কামনা ও তাঁর শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করা হয়। এমএইচ/ |